X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাবিতে ইবি হ্যান্ডবল টিমের ওপর হামলা, আহত ৯

জাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ২১:১৭আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:২৮

আহতদের কয়েকজন (ছবি– প্রতিনিধি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হ্যান্ডবল টিমের ওপর হামলা হয়েছে। এতে ইবি টিমের সাত খেলোয়াড় ও দুজন কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে জাবির কেন্দ্রীয় খেলার মাঠে হ্যান্ডবল খেলা চলাকালে একদল জাবি শিক্ষার্থী ইবি হ্যান্ডবল টিমের ওপর হামলা চালায়। এসময় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর হ্যান্ডবল প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সেমিফাইনাল খেলা চলছিল। এর আগে গত ৮ এপ্রিল ‘হত্যার হুমকি’র অভিযোগ তুলে খেলা শুরুর ১৫ মিনিট আগে মাঠ ছাড়েন ইবির খেলোয়াড়রা। ওইদিন স্থগিত হওয়া খেলা আজ আবার শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের খেলা চলার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় দল তিন পয়েন্টে এগিয়ে ছিল। এসময় ইবির এক খেলোয়াড় ফাউল করলে খেলা দেখতে আসা কয়েকজন জাবি শিক্ষার্থী উত্তেজিত হয়ে মাঠে প্রবেশ করে। তারা ইবি হ্যান্ডবল টিমের খেলোয়াড়দের এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে ইবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল, কর্মকর্তা শাহ আলম কচি এবং খেলোয়াড় রাব্বি, ইমন, শিকদার, আশিক, শিমুল, দীপন, তামিম আহত হন।

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘এমন অনাকাঙ্খিত ঘটনায় আমরা লজ্জিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আহতদের চিকিৎসা খরচ বহন করবে। এ ছাড়া, হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়