X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে শিল্পাঞ্চল ও শিল্পপার্ক হবে: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৯:০০আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:০৮

সাগরদী বাইপাস সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধনের সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (ছবি– প্রতিনিধি)

নরসিংদীর মনোহরদী উপজেলায় শিল্পাঞ্চল ও বেলাব উপজেলায় শিল্পপার্ক করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী জানান, শিল্পাঞ্চল ও শিল্পপার্কের জন্য প্রায় ৫০০ একর করে জমির প্রয়োজন হবে এবং ইতিমধ্যে নরসিংদীর জেলা প্রশাসককে জমি দেখতে বলা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হেতেমদী এলাকায় সাগরদী বাইপাস সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘সড়ক ও নদী পথে নরসিংদীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে বিদ্যুৎ আছে, গ্যাস আছে। যেকোনও ধরনের বড়, মাঝারি বা ক্ষুদ্র শিল্প নির্মাণে এ জেলা উপযুক্ত স্থান।’

তিনি বলেন, ‘হেতেমদী থেকে সাগরদী বাইপাস সংযোগ সড়ক নির্মাণ হলে এই এলাকায় দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তাই সড়ক ও জনপথের তত্ত্বাবধানে মোট ১১৬ কোটি টাকা ব্যয়ে এই সাত কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে জমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি টাকা এবং সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা।’

সড়কের জায়গা অধিগ্রহণকে কেন্দ্র করে অবৈধ স্থাপনা নির্মাণ হওয়ার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘যারা রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, তাদের অনিয়ম প্রশাসন দেখবে। যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিপূরণ পাবেন। বাণিজ্য করার কোনও সুযোগ নেই।’

এর আগে মন্ত্রী একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা