X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে চার মোটরসাইকেল চোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৯:২১আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:২৬

চুরি করা মোটরসাইকেলসহ গ্রেফতার চার চোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১২ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার শান্তিমোড় এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা সব ধরনের মোটরসাইকেলের লক খোলার ‘মাস্টার কি’ হেলমেট, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।   
শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ প্রেস ব্রিফিংয়ে জানান,‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। গতকাল রাতে গোপন তথ্য পেয়ে শিবগঞ্জ শান্তিমোড় এলাকায় চক্রের মূলহোতা সমুন রেজাসহ অন্যদের ধরতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় সেখান থেকে চারজনকে গ্রেফতার করে র‌্যাব।’
গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জের কালুপর বেইলি ব্রিজ এলাকার টিপু সুলতানের ছেলে সুমন রেজা (৩৩), বারিকবাজার এলাকার হুমায়ন কবিরের ছেলে ইলিয়াস (২৫), চাঁদপুর মধ্যপাড়া এলাকার আহসান (৩০) ও সাহেবনগর শান্তির মোড় এলাকার শ্রী রঞ্জিতের ছেলে শ্রী সজিব।  
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সংঘবদ্ধ চক্রের এই সদস্যরা দুই শতাধিকের বেশি মোটরসাইকেল চুরি করেছে এবং এই চক্রের মূলহোতা সমুন এর আগে তিনবার গ্রেফতার হয়েছে। জামিনে ছাড়া পেয়ে সে আবারও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িয়ে পড়ে।
র‌্যাব আরও জানায়, চুরির পর এসব মোটরসাইকেল তারা গ্যারেজে নিয়ে পার্টস ও অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তন করে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে তা বিক্রি করতো। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।


/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!