X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ২১:২৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৪০

 

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬

টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে পোশাক শ্রমিক স্ত্রীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও দুজনের খোঁজে অভিযান চালানো হচ্ছে।  শনিবার (১৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ এপ্রিল)  রাতে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন নাভানা সিএনজি স্টেশনের পাশের জঙ্গলে তিন ধর্ষক ওই নারীকে ধর্ষণের পর আরও দুটি স্থানে নিয়ে গিয়ে বাকি ৫ জন তাকে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ৮ জনকে আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ধর্ষকরা হচ্ছে, শহরের কোদালিয়ার আলম মিয়ার ছেলে ইউসুফ রানা (২৫), একই এলাকার রশিদের ছেলে রবিন (২৫), দেওলার আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২১), নাগরপুর উপজেলার ধুবরিয়ার মৃত মজনু মিয়ার মফিজ (২১), কোদালিয়ার রফিকুল ইসলামের ছেলে তানজীরুল ইসলাম তাসিন (২২), দেওলার আল বেরুনীর ছেলে ইব্রাহিম ইবনে আলবেরুনী (২০), দেওলার হাসান সিকদার (২২) ও উজ্জল মিয়া (২৫)। এদের মধ্যে প্রথম ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের  খোঁজে পুলিশ মাঠে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ঘটনার শিকার ওই নারী ও তার স্বামী মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। শুক্রবার (১২ এপ্রিল) রাতে তিনি স্বামীর সঙ্গে মির্জাপুরের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে কালিহাতীর এলেঙ্গা থেকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাদের পথ রোধ করে। পরে তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে উভয়কে নতুন বাসস্ট্যান্ডের নাভানা সিএনজি পাম্পের পেছনের জঙ্গলে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই নারীকে তিনজনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। এরপর শহরের আরও দুইটি স্থানে নিয়ে গিয়ে ফের সংঘবদ্ধভাবে বাকিরা মিলে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে নারীর স্বামী  ছুটে গিয়ে হাসপাতালের সামনে টহলরত পুলিশ সদস্যদের ঘটনাটি জানালে থানা পুলিশ ও টহল পুলিশ অভিযানে নেমে ওই নারীকে সাবালিয়ার চোরজানা এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার আরও বলেন, এঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই রাতেই ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, আসামি ইউসুফের বিরুদ্ধে এর আগেও ৪টি, রবিনের নামে ২টি ও মফিজের নামে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পরিবহন শ্রমিক রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘ওই নারীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে তিনি বিপদমুক্ত আছেন।’

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!