X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মাছ প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ, শিশুসহ অসুস্থ ১৪

খুলনা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ২২:২৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২২:৩৬

এটলাস সী ফুড কারখানা খুলনার পশ্চিম রূপসায় রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এটলাস সি ফুড নামে একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পেছনে বসবাসরত শিশুসহ ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইনসাফ নার্সিংয়ে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন।
খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন জানান, অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে প্রতিষ্ঠানের কারও ক্ষতি হয়নি। তবে গ্যাস ছড়িয়ে পড়ায় বেশ কিছু লোক অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এটলাস সী ফুড কারখানা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার (ইএমও) ডা. মো. আলমগীর কবির জানান, এ গ্যাসের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এখানে ৯ জনকে মেডিসিন ও শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা হলেন সাহেব আলী (৮০), জাকির হোসেন (১৩), রিফাত (১১), আরিফ (৩), নাসরিন (৪২), নওরিন (২৮), নওশিন (১৭), হেলেনা বেগম (৫৫) ও কানিজ ফাতেমা (৩৫)।
রূপসা স্ট্রান্ড রোডের ইনসাফ নার্সিংয়ের ম্যানেজার হারুন অর রশীদ বলেন, ঘটনার পর পর ১৫ থেকে ২০ জন লোক অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে এখানে আসে। তাদের প্রাথমিক সাপোর্ট দিয়ে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলায়েত হোসেন সড়কের মো. লিটন বলেন, ওই গ্যাস ইস্পাহানি সড়কের ১ ও ২নং লেন, বেলায়েত হোসেন সড়ক ও রূপসা স্ট্রান্ড রোডের ১ম গলি এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাসে আক্রান্ত মনিরকে (৩০)  ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।
ইস্পাহানি সড়কের দ্বিতীয় লেনের বাসিন্দা করিমন বেগম বলেন, আগেও এ ধরনের গ্যাস লিকেজ এখানে হয়েছে। আজকেরটা বেশি ভয়াবহ। আবাসিক এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান থাকাই উচিত না।
এটলাস সি ফুডের মেশিনরু ম হেলপার ওহিদুল আলম বলেন, গ্যাস লাইনের বাল্বের পাশে পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে তা আটকে ফেলি।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়