X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমাকে 'অপহরণের' অভিযোগ

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৪:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:০৬

মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম সংগঠক মাইকেল চাকমা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার দল। সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই  তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না দাবি করে তাকে ‘অপহরণের’ অভিযোগ তুলেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, শ্রমজীবী ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) সভাপতি সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা এ অভিযোগ করেন। মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ শায়ত্বশাসনের দাবিতে আন্দোলনরত প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর অন্যতম সংগঠক এবং শ্রমজীবী ফ্রন্টের ইউডব্লিউডিএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, কাঁচপুর এলাকায় সাংগঠনিক কাজ শেষে গত ৯ এপ্রিল বিকালে ঢাকায় কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনা সভায় যোগদানের উদ্দেশে রওনা হন মাইকেল চাকমা। এরপর থেকে তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা  উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, ‘এ ঘটনার দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। অপহৃত মাইকেল চাকমার কোনও কিছু হলে সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে।’

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিতে হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা