X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমাকে 'অপহরণের' অভিযোগ

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৪:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:০৬

মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম সংগঠক মাইকেল চাকমা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার দল। সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই  তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না দাবি করে তাকে ‘অপহরণের’ অভিযোগ তুলেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, শ্রমজীবী ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) সভাপতি সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা এ অভিযোগ করেন। মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ শায়ত্বশাসনের দাবিতে আন্দোলনরত প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর অন্যতম সংগঠক এবং শ্রমজীবী ফ্রন্টের ইউডব্লিউডিএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, কাঁচপুর এলাকায় সাংগঠনিক কাজ শেষে গত ৯ এপ্রিল বিকালে ঢাকায় কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনা সভায় যোগদানের উদ্দেশে রওনা হন মাইকেল চাকমা। এরপর থেকে তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা  উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, ‘এ ঘটনার দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। অপহৃত মাইকেল চাকমার কোনও কিছু হলে সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে।’

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিতে হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
এশিয়ান দাবায় বাংলাদেশের চার দাবাড়ু
এশিয়ান দাবায় বাংলাদেশের চার দাবাড়ু
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিলো আটাব
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিলো আটাব
‘ভারত সীমান্তে বাড়তি কোনও ব্যবস্থা নেবে না বাংলাদেশ’
‘ভারত সীমান্তে বাড়তি কোনও ব্যবস্থা নেবে না বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?