X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচনের জন্য এবার সীমান্তে হয়নি দুই বাংলার মিলনমেলা

পঞ্চগড় প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৮

লোকসভা নির্বাচনের জন্য এবার সীমান্তে হয়নি দুই বাংলার মিলনমেলা পঞ্চগড়ের চারটি সীমান্তে এবার দুই বাংলার মিলনমেলা হয়নি। ভারতে লোকসভা নির্বাচনের কারণে বিএসএফ এবার সীমান্তে মিলনমেলায় অসম্মতি জানিয়েছে। যার কারণে এবার সীমান্ত দিয়ে মিলিত হতে পারেনি দুই বাংলার নাগরিকরা।

প্রতিবছর পহেলা বৈশাখে পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্তে দুই বাংলার নাগরিকরা মিলিত হন। বছরের এই একটি দিন উভয়দেশের সাধারণ নাগরিকরা কাঁটাতারের দুপাশ থেকে মিলিত হওয়ার সুযোগ পায়। এসময় তারা একে অন্যের সঙ্গে কথা ও ভাব মিনিময় করে।

প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে এসব সীমান্তে হাজারও মানুষ এসে ভিড় করে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে স্বজনদের দেখা না পেয়ে এবার তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে।

সরেজমিন অমরখানা সীমান্তে গিয়ে দেখা গেছে, রবিবার পহেলা বৈশাখের মতো আজকেও সকাল হতে না হতেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে অমরখানা সীমান্তে। সীমান্তের ৭৪৪নং মেইন পিলার ঘেঁষে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে এ যেন দুই বাংলার মহা মিলনস্থল। মিলন মেলায় আসা এসব মানুষের অধিকাংশই নিম্নআয়ের। ভিসা এবং পাসপোর্ট করে আত্মীয়দেরসঙ্গে দেখা করার সুযোগ না থাকায় পহেলা বৈশাখের জন্য বছর জুড়ে অপেক্ষা করতে থাকে। এ মিলন মেলায় পঞ্চগড় ছাড়াও পার্শ্ববর্তী ঠাকুরগাও, নীলফামারী ও দিনাজপুর থেকে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ এখানে আসেন।

জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকা থেকে ভারতী (৭০) নামে এক বৃদ্ধা ভারতে থাকা মেয়েকে দেখতে এসেছিলেন। কিন্তু দেখা না হওয়ায় হতাশ হয়ে ফিরে যান।

একই এলাকা থেকে শিবেশি বালা (৭০) নামে আরেক বৃদ্ধা শিলিগুড়ির পাথরঘাটায় থাকা বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু পারেননি।

লোকসভা নির্বাচনের জন্য এবার সীমান্তে হয়নি দুই বাংলার মিলনমেলা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গড়েয়া পলাশবাড়ি থেকে খগেন্দ্র নাথ (৬৮) নামে এক বৃদ্ধ ভারতের শিলিগুড়িতে থাকা ছেলে গৌড়হরিকে দেখতে এসেছেন। কিন্তু দেখা হয়নি। প্রায় ২০ জন সদস্যকে নিয়ে অনেক দূর থেকে এসেছেন তারা। কিন্তু জানতেন না এবার মিলনমেলা হবে না।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার এগারমাইল থেকে এসেছেন দীনেশ। তিনিও দেখা করতে না পেরে হতাশ হন। তিনি জানান, টাকাপয়সা খরচ করে গাড়ি রিজার্ভ করে এসেছি। কিন্তু দেখা করতে পারলাম না।

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান বলেন, ‘মিলনমেলা না হওয়ার বিষয়টি আমরা মাইকিং করে আসছি। তবুও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সীমান্তে এসে ভিড় করছে ‘

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল এরশাদুল হক বলেন, ‘ভারতে লোকসভা নির্বাচনের কারণে পতাকা বৈঠকে বিএসএফ এবারের মিলনমেলায় সম্মতি না দেওয়ায় এ বছর মিলনমেলা হচ্ছে না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা