X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০১৯, ১৯:২০আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২৩:০৬

চট্টগ্রাম পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে প্রেমিকের হাতে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।

এর আগে ধর্ষণের শিকার হওয়ার পর রবিবার দুপুরে প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বোরহান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি জেনে আমি হাসপাতালে গিয়ে ভিকটিমের সঙ্গে কথা বলেছি। ভিকটিম আমাকে জানিয়েছেন, পটিয়া বিসিক এলাকায় অবস্থিত আরফিন টেক্সটাইলে তিনি কাজ করেন। ওই কারখানায় কাজ করার সুবাধে দুই মাস আগে তার সঙ্গে ওই কারখানার ড্রাইভার প্রিতমের প্রেমের সর্ম্পক হয়। পরে কাল সকালে তারা দুইজন নগরীতে বেড়াতে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা একসঙ্গে নগরীতে ঘুরেন। পরে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার পর অস্বস্তিবোধ করলে প্রিতম তাকে তার এক পরিচিতের বাসায় নিয়ে যায়। সেখানে প্রিতম তাকে ধর্ষণ করে। পরে প্রিতম তার দুই বন্ধুকে দিয়ে ওই কিশোরীকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। পরে বিষয়টি জানাজানি হয়।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে ভিকটিম এটি নিশ্চিত করে বলতে পারেননি। আমি তার মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তারাও একই তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা থানায় কোনও মামলা দায়ের করেননি।’

এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিমকে রাতে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন