X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ০৯:০২আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৯:১৬

 

বাগেরহাট বাগেরহাটে আবুল কালাম আজাদ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। যৌথ কারবারি ব্যবসার কথা বলে কিছু জমি লিখে নিয়ে শর্ত ভঙ্গ করে এখন জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে  বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আজাদ বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের মোহাম্মদ উল্লাহ রানার অভিযোগ, তিনি সদর উপজেলার খান জাহান আলী (রহ.) মাজারের কাছে তেলের পাম্প স্থাপনের জন্য ২০১১ সালে ৮ শতক জমি কেনেন। ২০১২ সালের মার্চে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনাপত্তিপত্র এবং বিস্ফোরক অধিদফতর থেকে অনুমোদন গ্রহণ করেন। একই বছরের সেপ্টেম্বরে তিনি বাগেরহাট সড়ক ও জনপথ থেকেও কিছু জমি ইজারা নেন। কিন্তু ব্যবসায়িক অদক্ষতার সুযোগ নিয়ে পেট্রোল পাম্প নির্মাণের জন্য স্থানীয় কয়েক ব্যক্তি তার সঙ্গে যৌথ কারবারি ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেন। শর্ত সাপেক্ষে ২০১২ সালের ১১ নভেম্বর একটি যৌথ কারবারি দলিল করা হয়। এতে রানা তার জমির অর্ধেক অংশ ওই বিএনপি নেতাসহ ৪ জনের নামে লিখে দেন। উল্লেখিত দলিলের শর্তগুলো তারা পালন করতে ব্যর্থ হয়ে এ বছরের ১ মার্চ তাদের নামে থাকা জমি অন্যত্র বিক্রি করে দেবে বলে জানায়। এরপর রানা ৩ এপ্রিল দলিল অকার্যকর করতে বাগেরহাট জেলা জজ আদালতে একটি মামলা করেন। আদালত ৯ এপ্রিল বিবাদীদের কারণ দর্শনোর নোটিশ দেয়। কিন্তু ওই বিএনপি নেতার নেতৃত্বে প্রভাবশালীরা ১১ এপ্রিল সম্পূর্ণ জমি দখল করতে যায়। পরে রানা বাগেরহাট সদর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা বলেন, ‘রানাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সরলতার সুযোগ নিয়ে সে যৌথ কারবারের সব শর্ত ভঙ্গ করেছে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা