X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মসিক নির্বাচনে যাচ্ছেন না জাপা প্রার্থী, বিনাভোটে মেয়র হচ্ছেন আ.লীগের টিটু?

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৯:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৫০

জাপা`র জাহাঙ্গীর আহমেদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন (মসিক) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ময়মনসিংহ সদর আসনটি রওশন এরশাদকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এ কারণে রওশন এরশাদ দুইবার এমপি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের অনেক যোগ্য প্রার্থী থাকার পরও আসনটি ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন এখনও অনেক পিছিয়ে আছে। সিটি করপোরেশনের উন্নয়নে মহাজোটের শরিক দল হিসেবে একসঙ্গে কাজ করার লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুর প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করছি।’ আগামীকাল ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করার কথা জানান জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থী হিসেবে টিকে ছিলেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ। জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করলে একক প্রার্থী হবেন ইকরামুল হক টিটু। সেক্ষেত্রে বিনা ভোটে তাকে মেয়র ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে।

ইকরামুল হক টিটু

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বলেন, 'রওশন এরশাদের নির্দেশে জাপা প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন অনুযায়ী ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়ন করতে চাই। মহাজোটের শরিক দলকে সঙ্গে নিয়ে এবং বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পিত একটি আধুনিক নগরী গড়ে তুলতে চাই।'

জাপা প্রার্থীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, 'জাতীয় পার্টির প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে। এটি শুভ রাজনীতির লক্ষণ।'
এদিকে মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম বলেন, 'বর্তমান সরকারের অধীনে গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। ময়মনসিংহ সিটি নির্বাচনেও এর ব্যতিক্রম হলো না। এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য কোন শুভবার্তা বয়ে আনবে না।'
জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচন হওয়ায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারলো না। এটা দুঃখজনক। যেভাবে জাতীয় পর্যায়ে নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, তেমনি স্থানীয় নির্বাচনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।'
এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, 'জাতীয় পার্টির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদের প্রার্থিতা প্রত্যাহারের কোনও আবেদন এখন পর্যন্ত পাইনি। আগামীকাল ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। যদি তিনি প্রত্যাহারের আবেদন জমা দেন, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না