X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একমুঠো ধানও নেই কৃষকের জন্য!

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:১৯

ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কৃষকরা বলছেন, জমির ধানগুলো কাটার অনুপযোগী হয়ে এখন গো-খাদ্যে পরিণত হয়েছে। সরকারি সাহায্য ছাড়া এখন তারা পথে বসার অবস্থায়।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পাথারিয়া,শিমুলবাঁক,পূর্ব বীরগাঁও ও দরগাপাশা ইউনিয়নের ওপর দিয়ে দমকা বাতাসসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। একমাত্র বোরো ফসল নষ্ট হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিমুলবাক গ্রামের কৃষকের। শিমুলবা জামাইকাটা হাওরের ৩০০ হেক্টর জমির পাকা ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে পাথারিয়া ইউনিয়নের ১৫০ হেক্টর,শিমুলবাঁক ইউনিয়নের ৪০০ হেক্টর, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ১০০ হেক্টর ও দরগাপাশা ইউনিয়নের ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত জমির শতভাগ ধান জমিতেই ঝরে পড়েছে। অথচ দু’দিন আগেও এসব হাওরের জমিতে পাকা ধান দুলছিলো।

কৃষক আনফর আলী বলেন, ‘পরের জমি বর্গাচাষ করে সেই আয় দিয়ে আমি সংসার চালাই। আমার এখন কিছু নাই। পরিবারের ১২ জন লোক আছে। ধান ক্ষেতের এ অবস্থা দেখে আমার শরীর অবশ হয়ে গেছে। ঋণ করে কৃষিজমি করেছিলাম। এখন ঋণ দিবো কীভাবে আর সংসার চালাবো কীভাবে জানিনা। ৩৫ কেয়ার জমি করে এক ছটাক ধানও কাটতে পারিনি। সব শিলে নষ্ট করেছে। এখন আমার ভাত খাওয়ার চাল নাই। সরকার যদি সাহায্য না করে তাহলে বাঁচার কোনও উপায় নাই।’

কৃষক মো. এমদাদুল হক জানান, তিনি ১৬ কেয়ার জমিতে ধান আবাদ করেছিলেন। দুইদিন আগেও জমিতে পাকা ধানের শীষ বাতাসে দোল খেয়েছে। আর এখন শুধুমাত্র ধান গাছের কাণ্ড পড়ে আছে। কোনও ধান নেই, আছে শুধু মরা হলুদ রঙ্গের পাতা। সব ধান জমিতে ঝরে গেছে। 

ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি জহুর আলী বলেন, ‘আমার কোনও নিজস্ব জমিসম্পত্তি নেই। তাই চুক্তিতে আমি ৫ লাখ টাকা খরচ করে ৪০ কেয়ার জমিতে ফসল ফলিয়েছিলাম। দুই দিন আগেও জমি গুলোতে পাকা ধানের হাসি ছিলো, আর আজ জমিতে শুধু ধান গাছ আছে ধান নেই। পুরো জমি শিলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এসব জমির ধান গাছ এখন গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হবে।’

কৃষক নূর উদ্দিন বলেন, ‘আমি একজন বর্গাচাষী, আমার নিজস্ব কোনও জমি নেই। ৪২ হাজার টাকা খরচ করে ৪২ কেয়ার জমিতে ধান রোপন করেছিলাম। ফলনও ভালো হয়েছিলো। ফসল কেটে ঘরে তুলতে পারলে ২০০ মণ ধান পেতাম, এখন দুই মণ ধানও পাবো না। শিলাবৃষ্টি সব ফসল নষ্ট করে দিয়েছে।’

তেহকিয়া গ্রামের জহুর মিয়া বলেন, ‘শিলা বৃষ্টিতে সবকিছু উজার করে নিয়ে গেছে। এখন সরকারি সাহায্য ছাড়া চলার কোনও উপায় নেই।’

ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অফিস জানায়, চারটি ইউনিয়নের সাড়ে সাতশো হেক্টর জমির বোরো ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে সাড়ে চার হাজার মেট্রিকটন ধান নষ্ট হয়েছে। যার বাজারদর ৬ কোটি ৬০ লাখ টাকা।  

শিমুলবাক ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘এখানকার শতভাগ ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে। হাওরে এতো বেশি শিলাবৃষ্টি হয়েছে যে একটি ধানও জমি থেকে কৃষক সংগ্রহ করতে পারবেন না। অনেক কৃষক ঋণ করে জমিতে ধানচাষ করেছেন, তারা আরও বেশি বিপদে পড়েছেন। এই এলাকায় একমাত্র বোরো ফসল হয়। অন্য কোনও ফসল উৎপাদন হয় না। তাই কৃষকরা আরও বেশি বিপদে পড়েছেন। তবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবেন।’

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বশির আহমেদ সরকার বলেন, ‘চারটি ইউনিয়নের শিলাবৃষ্টিতে প্রায় সাড়ে তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষয়ক্ষতি নিরুপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে সরকার।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ