X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:০০

দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুরের ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নে মাধুপাড়া সীমান্ত ফাঁড়ির কাছে মনসাপাড়া এডভ্যানটিজ সেমিনারি অ্যান্ড স্কুলের অডিটোরিয়ামে আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই সম্মেলন হয়।

এর আগে বিএসএফ এর ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ’র শিলং সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী আভতার সিং সাহী বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএসএফ ১৪১ ব্যাটালিয়নের কমান্ডার সত্যবান কাঞ্চি, ৫৮ ব্যালেলিয়নের কমান্ডার নীলেন্দ্র গাঙ্গুলী, ৫৮ ব্যাটেলিয়নের টুআইসি স্টাফদের অফিসার রবীন্দ্র মারদানি। দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

সম্মেলনে ১৯ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান। প্রতিনিধি দলে ছিলেন ৩১ বিজিবি’র অধিনায়ক কর্নেল মো. শাহজাহান সিরাজ, নেত্রকোনা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, বিজিবি ময়মনসিংহের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) অমর খসরুসহ অন্যরা।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার রোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথভাবে খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইক্লিং, বিভিন্ন পর্যায়ের কোর্স/ক্যাডারের সম্মিলিত অংশগ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুটি বর্ডার হাট স্থাপনের পক্ষে উভয় পক্ষ একমত হন। সম্মেলন শেষে বিকালে বিএসএফ প্রতিনিধি দলটি ভারতে ফেরত যায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা