X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এ দেশের যা কিছু অর্জন সবই এসেছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে: আমু

মেহেরপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৮:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৮:১৭

মুজিবনগর দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘মুজিবনগর সরকারের নেতৃত্বেই, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। আর সেই আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সব অর্জন হয়েছে এবং হচ্ছে। মুজিবনগরে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকারের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। আর সেই আওয়ামী লীগের নেতৃত্বেই জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। এ দেশের যা কিছু অর্জন তার সবকিছুই এসেছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে। তাছাড়া কারও কোনও অর্জন নেই।’

আজ বুধবার (১৭ এপ্রিল) মেহেরপুরে মুজিবনগর দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মুজিবনগরের আম্রকাননে এই জনসভা হয়।

জিয়াউর রহমানকে খুনি আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একই জনসভায় বলেন, ‘তার নেতৃত্বেই বাংলাদেশের ইতিহাস বিকৃতি শুরু হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে রাজাকারদের প্রতিষ্ঠাতা করেছে জিয়াউর রহমান।’

মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চের জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মুজিবনগর দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘খুনি মোশতাক পরবর্তীকালে এই মুজিবনগরে বসে স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পাকিস্তানের সঙ্গে লুজ কনফেডারেশন গঠন করে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিলো। তার দোসর ছিল জিয়াউর রহমান। এ সরকারের আমলেই তাদের মরনোত্তর বিচার করা হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, ‘দেশের উন্নয়নের কারণেই দল-মত নির্বিশেষে সবাই এ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সম্প্রতি আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার পরিচালনায় তার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতা, অব্যাহত অর্থনৈতিক অগ্রগতি ইত্যাদি কারণে বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল পাঁচটি রাষ্ট্রের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭ আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মানে ভুষিত হয়েছেন।’

এর আগে মুজিবনগর স্মুতিসৌধে সূর্যোদযের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে আনুষ্ঠানিকভবে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে আসেন এবং পুষ্পার্ঘ অর্পণ করে স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। এ সময় প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যথাক্রমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, বিজিবি, আনছার সদস্যসহ বিএনসিসি, গার্লস গাইড গার্ড অব অনার প্রদান করে। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া