X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জুতার মালিক খুঁজতে গিয়ে ধরা পড়লো দুই ‘খুনি’

সাভার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৮:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:০৮

সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান (ছবি– প্রতিনিধি) সাভারের ভাকুর্তা এলাকায় চালক মতিউর রহমানকে (৪০) হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ঘটনাস্থলে পাওয়া জুতার মালিক খুঁজতে গিয়ে দুই ‘খুনি’ ধরা পড়েছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘গত ২ মার্চ ভাকুর্তায় আব্দুল মজিদের ছেলে মতিউর রহমানকে (৪০) খুন করে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে পাওয়া যায় এক পাটি স্যান্ডেল। এর মালিককে খুঁজতে গিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার করে পুলিশ।’

তিনি আরও জানান, গ্রেফতার দুইজন হলো–বগুড়ার ধুনট থানার সাতটিকড়ি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে বকুল ভুলু (১৮) ও রাজশাহীর পবা থানার দাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ তুষার (১৮)। এ ঘটনায় জড়িত আরেক আসামি রাসেল বাবু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শাহ মিজান শাফিউর রহমান জানান, সম্প্রতি সাভারে ৪টি হত্যাকাণ্ড ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া, কেরানীগঞ্জে একটি হত্যার ঘটনা ঘটেছে। এই ৬ ঘটনার রহস্য উদঘাটনে নেমে ১৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এরমধ্যে দুইজন হলো চালক মতিউরের হত্যাকারী।

তিনি জানান, গত ১১ এপ্রিল সাভারের ঝাউচর এলাকায় চালক মাইনুলকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই ও ১৪ এপ্রিল ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বাসস্ট্যান্ডে মহসিন নামে এক ছিনতাইকারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এরমধ্যে ১১ এপ্রিলের ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহীর আবদুল্লাহ তুষার ও রংপুরের গঙ্গাচরা থানার বড়মধর গ্রামের জসিমের ছেলে মিলনকে গ্রেফতার করে পুলিশ। মিলনকে গ্রেফতারের পর অটোরিকশা ও ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার তুষার ও মিলন গত ২৭ মার্চ কেরানীগঞ্জে চালক জাকিরকে খুন করে অটোরিকশা ছিনতাই করে বলে স্বীকার করেছে।
তিনি জানান, গত ১৪ এপ্রিল সাভারে চৌরঙ্গী মার্কেটের সামনে সবজি বিক্রেতা সিরাজুল ইসলামের ছেলে মহসিনকে (২১) কুপিয়ে হত্যা করে একদল ছিনতাইকারী। এ অভিযোগে গ্রেফতার করা হয় মানিকগঞ্জের কানারচর গ্রামের ইউসুফের ছেলে রতন (৩৫), ঢাকার সেনাইল গ্রামের লাল মিয়ার ছেলে হারুন অর রশীদ (৪০), সিরাজগঞ্জের জামতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে শান্ত (৩৫), সিরাজগঞ্জের জামসিং এলাকার আব্দুল করিমের ছেলে শাওনকে (২৭)।
ঢাকা জেলার পুলিশ জানান, গত ৮ এপ্রিল সাভার মডেল থানার পদ্মা মোড় এলাকায় আবুল কাশেম (২১) নামের একজন শ্রমিককে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো– সাভার থানার শ্যামপুর বাজার এলাকার শাহিদুল ইসলামের ছেলে মো. শাকিল ওরুফে আলামিন (১৭) ও একই থানার হেমায়েতপুর রিশিপাড়া এলাকার সূর্য কুমার দাসের ছেলে তপু চন্দ্র দাস (১৯)।

তিনি জানান, গত ১১ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে হুমায়ুন নামে একজনকে কুপিয়ে হত্যা করে সাভারের ফুলবাড়ীয়া মাছবাজার সংলগ্ন বংশী নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। তিনদিন পর ১৪ এপ্রিল সকালে বংশী নদী থেকে হুমায়ুনের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা