X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ব্যাংক গ্রাহকদের টাকা আত্মসাৎ, ক্যাশ কর্মকর্তাসহ গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১০:০০

গ্রেফতারের প্রতীকী ছবি ঢাকা ব্যাংক ফেনী শাখায় গ্রাহকদের টাকা আত্মসাৎকারী ব্যাংক কর্মকর্তা গোলাম সৈয়দ রাসেবের সহযোগী ওই শাখার ক্যাশ ইনচার্জ আবদুস সামাদকে গ্রেফতার করা হয়েছে । বুধবার সন্ধ্যায় তাকে ফেনী শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎকারী কর্মকর্তার সহযোগী হুন্ডি ব্যবসায়ী আজিম খোন্দকারকে গ্রেফতার করে দুদক। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, ব্যাংকের ফেনী শাখার কর্মকর্তা রাসেব বেশ কয়েকজন গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন। তাকে সহযোগিতা করেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ আবদুস সামাদ। ঘটনা তদন্তে দেখা যায়, হুন্ডি ব্যবসায়ী আজিম খোন্দকারের মাধ্যমে রাসেব তার ঢাকায় অবস্থানরত ভাই হোসেন মো. কাউছার ওরফে জাপানি কাউছারের ব্যাংক হিসেবে দেড় কোটি টাকা পাচার করেছেন। এ ছাড়া বেশ কিছু টাকা অন্যত্র পাচার করা হয়েছে।

এর আগে, ২ এপ্রিল ব্যাংক কর্মকর্তা রাসেবকে ঢাকা থেকে গ্রেফতার করে দুদক। পরদিন ৩ এপ্রিল তাকে ফেনীর আদালতে হাজির করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করে জবানবন্দি দেন।

এই ব্যাপারে গত ১৯ মার্চ ঢাকা ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন সরকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মিামলা করেন ।

ব্যাংকটির ক্রেডিট বিভাগের প্রিন্সিপাল অফিসার গোলাম সৈয়দ রাসেব ও ক্যাশ অফিসার ইনচার্জ আবদুস সামাদকে আসামি করে ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফেনী সদর মডেল থানায় মামলাটি করা হয়। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়