X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা

হিলি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:১৩

হিলি স্থলবন্দর

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা। একসপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ১০-১৪ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ৮-১৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ভারতের বাজারে নতুন পাটনা জাতের পেঁয়াজ আসায় এর প্রভাবে হিলিতেও পেঁয়াজের দাম কমেছে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে নগর, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে বেশি। এর সঙ্গে নতুন পাটনা জাতের পেঁয়াজের আমদানিও শুরু হয়েছে।

সূত্র আরও জানায়, ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি (ট্রাকসেল) ১২-১৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সুখসাগর ও নতুন পাটনা জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৭-৮ টাকা কেজিতে। এ ছাড়া, ভালোমানের এক ট্রাক নগর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে।

এদিকে, বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি পেঁয়াজ খুচরাতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা কেজি দরে। গত সপ্তাহে এসব জাতের পেঁয়াজ প্রায় একই দামে বিক্রি হয়েছিল। আর দেশীয় জাতের পেঁয়াজ গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে ২২-২৫ টাকা কেজিতে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা কম। তাই আগের তুলনায় পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা কম। বন্দর দিয়ে আগে ৩৫-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতের বাজারে নতুন পাটনা জাতের পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় এর সরবরাহ বেড়েছে এবং দাম খানিকটা কমেছে। এর প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম কমেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়