X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতা থেকে শিক্ষণীয় বিষয় ক্লাসে শেখানো সম্ভব না: জাফর ইকবাল

শাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ২১:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২২:৩৮

শাবিতে টেক ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক জাফর ইকবাল শিক্ষার বড় একটা ক্লাসের বাইরে থেকে শিখতে হয় বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমরা ক্লাসরুমে মাত্র ৫ শতাংশ শেখাই। শিক্ষার বাকি ৯৫ শতাংশ ক্লাসের বাইরে থেকেই শিখতে হয়। আমাদের ছেলে-মেয়েরা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে যে বিষয়গুলো জানে, যে লেভেলে কাজ করে; তা কখনো ক্লাসে শেখানো সম্ভব না।’

শুক্রবার (১৯ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজকাল দেখি তথ্য-প্রযুক্তি নির্ভর বা কম্পিউটার সায়েন্স সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতায় অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে এবং তারা অনেক ভালোও করে। যা ক্লাসের বাইরে শেখার মাধ্যমে সম্ভব হয়।’

পরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, টেক ফেস্টের আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অনুষদের পরিচালক অধ্যাপক ড. শহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

টেক ফেস্টের উদ্বোধন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক তরুণ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় ফেস্টে প্রোগ্রামিং কনটেস্ট, রোবো ফাইট, হ্যাকাথন, প্রজেক্ট এক্সিভিশন, মেইজ সোলভারসহ বিভিন্ন ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা। এর মধ্যে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৬০টি দল, হ্যাকাথনে ৩৬টি দল, রোবোটিক্সে মেইজ সলভারে ১২টি দল ও রোবোফাইটে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

অন্যদিকে ফেস্টের দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় ‘টেক টিক’ শিরোনামের অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া একই দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফেস্টের সমাপনী অনুষ্ঠিত হবে। এসময় টেক ফেস্টের আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। এছাড়া বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ ও এলআইসিটি প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম প্রমুখ।

উল্লেখ্য, ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট’ শিরোনামে চতুর্থবারের মতো শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ ফেস্টের আয়োজন করেছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা