X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিদ্যালয় ভবন ৫ বছর যাবৎ পরিত্যক্ত

বাগেরহাট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:০৭

পরিত্যক্ত ভবনের ভেতরের একটি কক্ষ বাগেরহাট সদর উপজেলার বড় বাঁশবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি পাঁচ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর কিছুদিন ওই ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করেছিল শিশু-শিক্ষার্থীরা। পরে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের ভবনের পাশে একটি টিনের ঘর নির্মাণ করা হয়। নতুন ভবন না হওয়ায় প্রায় পাঁচ বছর ধরে সেই টিনের ঘরেই ক্লাস করছে শিক্ষার্থীরা। এর মধ্যে বিভিন্ন সময় ওই টিনের ঘরটি ভেঙে গেলেও তা মেরামত করে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম।

সরেজমিন বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের এই বিদ্যালয়ে দেখা গেছে, ১৯৯৪ সালে নির্মিত এই বিদ্যালয়ের ভবনের ছাদে অসংখ্য ফাটল। পঁলেস্তরা খসে পড়েছে। দেয়াল আর পিলারের খোয়া, সুরকি খসে পড়ার কারণে শুধু রডের ওপর দাঁড়িয়ে আছে ভবনটি।

বিদ্যালয়ের শিক্ষকরা বললেন, এটি পাঁচ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনের একটি কক্ষের ছাদ ধসে পড়া ঠেকাতে বাঁশের খুঁটি ও কাঠের পাটাতন দিয়ে ছাদে ঠেস দেওয়া হয়েছে। এই কক্ষটি শিক্ষক মিলনায়তন কাম লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কক্ষটিতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকরা বসলেও শিক্ষার্থীদের এখানে যাওয়া একেবারেই নিষেধ। আর শিক্ষার্থীদের জন্য টিনের ঘর নির্মাণ করে বিকল্প পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে ক্লাস করছে ৫০ জন ছাত্র-ছাত্রী।

টিনের ঘরেই পাঁচ বছর যাবৎ চলছে ক্লাস বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভবনের ছাদটি রয়েছে চরম ঝুঁকির মধ্যে। যেকোনও সময় ভবনটি ভেঙে পড়তে পারে। তাই বিদ্যালয়ের পাশেই অস্থায়ী টিনের ঘর নির্মাণ করে আমরা শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করেছি। আর একটি কক্ষে বাঁশের খুঁটি ও কাঠের পাটাতন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকরা বসছেন।’

এ ব্যাপারে সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ আবুল কালাম বলেন, ‘বড় বাঁশবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই ভবনটির অবস্থা খুবই খারাপ। বিদ্যালয়ের ভবনের পাশে একটি টিনের ঘর নির্মাণ করে দীর্ঘদিন ক্লাস করছে শিক্ষার্থীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া