X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অফিস সহকারীর পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১০:০৬আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:০৮

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অফিস সহকারীর পদত্যাগ লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তাবারক হোসেন আজাদের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ভুক্তভোগী কয়েকজন ছাত্রীর অভিযোগ, ‘তাবারক হোসেন আজাদ স্কুলের অফিস সহকারী হলেও মাঝে মাঝে ক্লাস নিতেন। ক্লাসে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করেন। তার প্রস্তাবে রাজি না হলে ফেল করিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন। সম্প্রতি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্কুলের ১০ শিক্ষার্থী ও অভিভাবক তাবারক হোসেন আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেয়। একই সঙ্গে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়।’
এদিকে যৌন হয়রানির শিকার ওই ছাত্রী জানায়, ‘গত ১৬ এপ্রিল অভিযুক্তের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছি। বিষয়টি যাতে আর কাউকে না জানাই সেজন্য আজাদ (অভিযুক্ত) তার বাবাকে পাঠিয়েছেন আমাদের বাড়িতে। তিনি বিষয়টি চেপে যেতে বলেছেন। তার ছেলের ক্ষতি হলে বিষয়টি দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন। এ কারণে আতঙ্কে থাকতে হচ্ছে।’
তবে অভিযুক্ত তাবারক হোসেন আজাদ দাবি করেন, ‘তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ছাত্রীর বাবা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অনেক আগে। এ কথা শুনে ওই ছাত্রীকে স্নেহ করে জড়িয়ে ধরি। যৌন হয়রানির কিছুই করা হয়নি।’ বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুরোধে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমাদের জন্য লজ্জার। গত ১৬ এপ্রিল ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। এরপর তদন্ত করে ঘটনার সত্যতাও পাওয়া যায়। পরে তাবারক হোসেন আজাদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি ইউএনওকে মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা