X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষককে বহিষ্কারাদেশ

নাটোর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১০:২৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:৩১





ফজলুর রহমান নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগের প্রমাণ মিলেছে ফজলুর রহমান নামে খণ্ডকালীন এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ওই বহিষ্কারাদেশে স্বাক্ষর করা হয়। উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ ঘটনা ঘটে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে ফজলুর রহমান ওই স্কুলে গণিত বিভাগের খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পলন করে আসছেন। তার বিরুদ্ধে যৌন নির্যাতনসহ ১২টি অভিযোগ আনা হয় শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে। ওই অভিযোগ প্রমাণের জন্য গঠিত হয় তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে তিনটি অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি। অভিযোগের প্রমাণ পাওয়ায় এই শিক্ষককে বহিষ্কারাদেশ দেওয়া হয়। তবে আদেশের কপি এখনও হাতে পাননি ওই শিক্ষক।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান, গত ১১ এপ্রিল বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী এবং ১১ জন অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ১২টি অভিযোগ লিখিতভাবে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোকে জানান। বিষয়টির সত্যতা জানতে উপজেলা ভূমি কর্মকর্তা বিপুল কুমারকে প্রধান এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন ও আইসিটি প্রোগ্রামার শফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৭ এপ্রিল তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর, অভিযোগের সত্যতা পাওয়ায় পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক ফজলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা ভূমি কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান বিপুল কুমার জানান, ১২টি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের মধ্যে মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া, তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করা ও ক্লাস টেস্ট নেওয়ার সময় মোবাইলে ভিডিও ধারণ করার সত্যতা পাওয়া গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক জানান, তিনি লোকমুখে বিষয়টি জানতে পারলেও আদেশের কপি তিনি হাতে পাননি। অভিযোগের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাকে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুশান্ত কুমার মাহাতো জানান, বৃহস্পতিবার রাতে বহিষ্কারাদেশের স্বাক্ষর করা হয়েছে। রোব-সোমবারের মধ্যে ওই শিক্ষক আদেশের কপি হাতে পাবে।

 

/আইএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়