X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বজ্রপাতের সময় করণীয় কী জানেন না হাওরের কৃষকরা

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২১ এপ্রিল ২০১৯, ১৪:৫৫আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৭:১৩

বজ্রপাত হাওর এলাকায় প্রায়ই ঘটে (ছবি: ইন্টারনেট থেকে)

হাওরে ধান কাটা বা কাজ করার সময় বজ্রপাত হলে কী করা উচিত তা জানেন না কৃষকরা। এনিয়ে কথা বললে তাহিরপুর উপজেলার সাহিদাবাদ গ্রামের কৃষক কালা মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,‘দিন কালা কইরা বান-তুফান শুরু হইলে আর ঠাডা পড়নের শব্দ হুনলে, ধান কাডা ছাইড়া হাওর থাকি দৌড়াইয়া ধারের কাছের বাড়ি-ঘরে যাই। জমিন থাকি বাড়ি বেশি দূরা হইলে কোনও গুপ, গিয়া খাড়াইয়া থাকি। ঠাডা পড়লে বাঁচনের লাইগ্গা কিতা করন লাগবো আমরা জানি না।’  

একইভাবে অন্যরা জানান, বজ্রপাতের সময় কী করা উচিত তারা জানেন না। কারণ, কেউ তাদের এ বিষয়ে কিছু বলেনি। তবে উপজেলা প্রশাসন বলছে তারা এ বিষয়ে পোস্টারিং করেছে এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

একই এলাকার রাজা মিয়া বলেন,‘হাওরে বানতুফান আইলে কিতা করন লাগবো আমরারে তো কেউ কয় না। গেরামের মুখ্য মানুষ লেহাপড়া জানি না। হুনছি পোস্টার লাগাইছে। আর দেখলেই কী অইবো, আমরা তো পড়তে পারি না। গায়ে গায়ে উঠান বৈঠক কইরা জানাইয়া দিলে হগলেই জানতো ঠাডা পড়লে কী করন লাগবো।’

বিস্তীর্ণ হাওর এলাকায় শুষ্ক মৌসুমে শুধু ধান আর ধান। কৃষকরা কাটতে গেলে ভয় থাকে ব্রজাঘাতেরও

ধান কাটার শ্রমিক কাহির মিয়া বলেন,‘ঠাডার সময় হাওরে থাকলে দোয়া কালাম পড়ি। আর কিছু জানি না। এসময় কী করণ লাগে তাও আমরারে কেউ জানায়নি।’

শ্রমিক মাঈনুদ্দিন বলেন, ‘হাওরে বৃষ্টি শুরু হইলে আমরা উড়ায়তে (তাবু) চলে আসি। সেখানে সবাই মিলে এক সঙ্গে বসে থাকি। গভীর হাওরে বানতুফান শুরু হইলে কোথাও যাওনের জায়গা নাই। ক্ষেতে খাড়াই থাকি। জমিন থাকি ঘরবাড়ি অনেক দূরে। দৌড়াইয়ে পথ পাওয়া যায় না।’

বাদল মিয়া বলেন, ‘বানতুফান আইলে হাওরে থাকন যায় না। বাতাস আর মেঘে শইল কাবু হইয়া পড়ে। ছাতি জঙ্গুর কিচ্ছু মানে না।’

হোসেন আলী বলেন,‘হাওরে ঠাডাঠুডা পড়লে কী করন লাগবো কেউ আমরারে কিছু কইছেও না, জানিও না। মেঘ-বাদলী আইলে গাছের তলে গিয়া আশ্রয় লই। এছাড়া আশ্রয়ের লাইগগা আর কোনও জায়গা পাওয়া যায় না।’

হরিপুর গ্রামের কৃষক হিরা মিয়া বলেন,‘ঠাডা থাইক্কা বাঁচনের লাইগা হাওরে উঁচা কইরা পাকা দালান তৈরি করা দরকার যাতে শ্রমিক ও কৃষকরা বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যেতে পারেন।’

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন,‘তারা পরিষদের মাধ্যমে কৃষকদের বজ্রপাত থেকে নিরাপদে রাখার জন্য পরামর্শ দিচ্ছেন ঠিকই, কিন্তু তা পর্যাপ্ত নয়। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। গ্রামে উঠান বৈঠক করে বজ্রপাতের সময় তাদের কী করণীয় আছে সেগুলো বলতে হবে। তাহলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমে আসবে।’

হাওরে ধান কাটছেন কৃষি শ্রমিকরা

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘প্রতিবছর এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত বজ্রপাতে জেলায় অনেক কৃষক, শ্রমিক, জেলে, শিশু-কিশোর ও গৃহিনী মারা যান। বজ্রপাত থেকে রক্ষার জন্য শুধু মাত্র সচেতনতা বাড়ালেই হবে না। প্রতিটি হাওরের ফ্রিকোয়েন্সি মেপে বজ্রনিরোধ দন্ড স্থাপন করতে হবে। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস কৃষকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এজন্য সরকারকে আরও উদ্যোগী হতে হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বশির আহম্মেদ সরকার বলেন, ‘হাওরে ধানকাটার শ্রমিকদের বজ্রপাত থেকে রক্ষার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বজ্রপাত হলে কী করতে হবে তা পোস্টারিং করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। তবে হাওরে বজ্রপাতে মানুষের মৃত্যু কমাতে হলে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেন বলেন, সুনামগঞ্জ হলো দেশের অন্যতম বজ্রপাত প্রবণ এলাকা। প্রতিবছর এখানে বজ্রপাতে লোকজন মারা যান। নিহতদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।  বজ্রপাত থেকে রক্ষার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মসজিদে বয়ানের মাধ্যমে বজ্রপাত বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া