X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জনবল সংকটে বন্ধ হিলি রেলস্টেশন, ভোগান্তিতে যাত্রীরা

হালিম আল রাজী, হিলি
২১ এপ্রিল ২০১৯, ১৭:১৪আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৭:১৫

 

ছবি: সংগৃহীত জনবল সংকটে এক বছরের বেশি সময় ধরে হিলি রেলওয়ে স্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আন্তঃনগরসহ সব ট্রেন ২নং লাইন দিয়ে চলাচল করছে। এতে করে স্টপেজ থাকা ট্রেনে ওঠানামা করতে ও টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অপরদিকে পাশের বিরামপুর ও পাঁচাবিবি স্টেশন থেকে হিলি স্টেশনের কর্যক্রম নিয়ন্ত্রণের কারণে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে অবিলম্বে হিলি রেলস্টেশনটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, হিলি রেলস্টেশনটি বৃটিশ আমলের। স্টেশনটি ‘বি’ শ্রেণির। এ ধরনের একটি স্টেশনে তিনজন মাস্টার, পাঁচজন পয়েন্টম্যান, বুকিং সহকারী তিনজন এবং দু’জন পোর্টার থাকার কথা থাকলেও একজন স্টেশন মাস্টার ও দু’জন পয়েন্ট ম্যান দিয়ে স্টেশনের কার্যক্রম চলে আসছিল। গত বছরের ৮ জানুয়ারি হিলি রেলস্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার ও একজন পয়েন্টম্যানকে অন্যত্র বদলি করা হলে হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই স্টেশনটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। হিলি রেলস্টেশন দিয়ে প্রতিদিন আন্তঃনগরসহ মোট ১১টি ট্রেন বিভিন্ন রুটে যাতায়াত করলেও এখানে থামে মাত্র তিনটি।

হিলি রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলির অনেক শিক্ষার্থী রয়েছে যারা রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তারা নিয়মিত এই রেলপথ দিয়েই গন্তব্যস্থলে যাতায়াত করতেন। কিন্তু হিলি রেলস্টেশন বন্ধ করায় এসব শিক্ষার্থীদের ট্রেনের টিকিটসহ নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের দাবি, হিলি রেলস্টেশনটি চালু করে এখানে যেন সবগুলো ট্রেনের স্টপেজ দেওয়া হয়।’

স্থানীয়রা জানান, হিলি রেলস্টেশন দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে। এক বছরের বেশি সময় ধরে হিলি রেলওয়ে স্টেশনটি বন্ধ রয়েছে, এখানে কোনও মাস্টার নেই। কেউ না থাকায় ট্রেন কখন আসবে-যাবে বা এখানে থামবে কিনা তাও জানতে পারি না।এতে করে তারা চরম বিপাকে রয়েছেন।

ভারত থেকে দেশে ফিরে হিলি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী সুচনা রানী ও সুমন বসাক জানান, এক থেকে দেড় ঘণ্টা হয়ে গেলো ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছি। এখন বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে হিলি রেলস্টেশনে বসে আছি। নওগাঁয় যাবো কিন্তু কোনও ট্রেনের খবর নেই, স্টেশনে কেউ নেই যে তাকে জিজ্ঞাসা করবো কখন ট্রেন আসবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো.হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। সরকার প্রতিবছর এখান থেকে কয়েকশ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক পেঁয়াজ, চাল, আদা, রসুনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ভারত থেকে দেশে আমদানি হয়ে থাকে। এসব পণ্য কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে আমদানিকারকসহ পাইকাররা হিলি স্থলবন্দরে আসেন। যাদের অধিকাংশই রেলপথে আসেন। কিন্তু হিলি রেলস্টেশনটি বন্ধ হওয়ায় তারা সবাই বিপাকে পড়েছেন। এখানে আন্তঃনগড়সহ অন্যান্য ট্রেনগুলি থামে না। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, ব্যবসা-বাণিজ্যের কথা বিবেচনা করে দ্রুত যেন হিলি রেলস্টেশনটি খুলে দেন।’

হিলি রেলস্টেশনে দায়ীত্বরত পয়েন্টম্যান আতিক হোসেন, ‘হিলি রেলস্টেশনে কোনও শিডিউল নেই। আমি বর্তমানে দেখাশোনার দায়িত্বে আছি। এখানে যিনি মাস্টারের দায়িত্বে আছেন এমদাদ হোসেন তিনি পাশের বিরামপুর স্টেশনে দায়ত্বি পালন করেন। এখানে আপডাউন মিলিয়ে বরেন্দ্র, তিতুমির খুলনা মেইল মিলে মোট তিনটি ট্রেন থামে। এই তিনটি ট্রেন শিডিউল অনুযায়ী এখানে আসে যাত্রী ওঠার পরে শিডিউল অনুযায়ী ছেড়ে যায়। আর মালামাল থাকলে শ্রমিক মাল উঠানোর পরে ট্রেন চলে যায়। এর নিয়ন্ত্রণ করা হয় পাঁচবিবি ও বিরামপুর রেলস্টেশন থেকে। এখানে সব ট্রেন দুই নাম্বার লাইন দিয়ে চলাচল করে, যে তিনটি ট্রেন এখানে থামে সেগুলোও দুই নাম্বার লাইনেই দাঁড়ায় সেখান থেকেই ছেড়ে যায়। এতে করে ট্রেনে যাত্রী ওঠানামা খুব কষ্ট হয়ে যায়।’

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র মো.জামিল হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে রেলমন্ত্রণালয়ে পরপর ২/৩টি চিঠি আদান-প্রদান করেছি। সংসদ সদস্যসহ সেখানে আমরা গিয়েছি। এছাড়া এলাকাবাসীকে নিয়ে আমরা এখানে সংবাদ সন্মেলন, মানববন্ধন থেকে শুরু করে সব কর্মসূচি পালন করেছি। আমরা এলাকার স্বার্থে এই জনগুরুত্বপূর্ণ রেলস্টেশনটি চালুর দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত বছরের ৮ জানুয়ারি জনবল সংকট দেখিয়ে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এর পরে ১৭ জানুয়ারি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সংসদে পয়েন্ট অব অর্ডারে তৎকালীন রেলমন্ত্রীর কাছে হিলি রেলস্টেশনটি কেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তা পুনরায় চালুসহ হিলি রেলস্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতির দাবি জানালে মন্ত্রী মহোদয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এর পরে একবছরের বেশি সময় পার হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা