X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন ও বন্ধ কারখানা খোলার দাবিতে পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ২০:৪১আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২০:৪৯

শ্রমিকদের অবস্থান কর্মসূচি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও প্যাপিলন নামে একটি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কারখানাটির শ্রমিকরা। রবিবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

কারখানাটির শ্রমিক রুমিনা ইসলাম ও সাহাজাদি বেগমসহ কয়েকজন বলেন, সিদ্ধিরগঞ্জের প্যাপিলন কারখানার মালিক ও কর্তৃপক্ষ গত ১ এপ্রিল থেকে কারখানা বন্ধ করে রেখেছে। আমাদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। বেতন না পাওয়ায় অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছি। বাড়িভাড়া দিতে না পারায়, বাড়ির মালিক আমাদের বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছেন। অনেকের বাসা তালা লাগিয়ে দিয়েছেন মালিকরা। দোকান বাকি পরিশোধ করতে পারছি না।

শ্রমিকদের অভিযোগ, গত ২০ দিন ধরে তারা জেলা প্রশাসক, শ্রম দফতর, শিল্প পুলিশ ও বিকেএমইএ’সহ সংশ্লিষ্ট সব জায়গায় এ বিষয় নিয়ে লিখিত অভিযোগ দিয়ে আসছে। কিন্তু কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি।

নারায়ণগঞ্জ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব বলেন, ‘শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানাটি বন্ধ করা হয়েছে। তাছাড়া আইন অনুযায়ী, কারখানা বন্ধ করতে হলে শ্রমিকদের তিন মাসের বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করার নিয়ম রয়েছে। কিন্তু এই শ্রম আইন লঙ্ঘন করে কারখানা বন্ধ করা হয়েছে।’

অবিলম্বে শ্রমিকের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করে বন্ধ কারাখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে এই শ্রমিক নেতা বলেন, ‘কারখানা খুলে না দিলে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকরা গত কয়েকদিন বিকেএমইএ, শ্রম অধিদফতর ও শিল্পপুলিশের কাছে গিয়ে কোনও সমাধান পায়নি। তাই বাধ্য হয়ে বিকেএমইএ’র কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। যত দিন এই সমস্যার সমাধান না হবে, ততদিন এই কর্মসূচি চলবে।’

এছাড়া আর বক্তব্য রাখেন— গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কারখানার শ্রমিক আনোয়ার ও রানী প্রমুখ।

মালিকপক্ষ বলছে, শ্রমিকরা অবৈধভাবে ধর্মঘট করেছে। মার্চ মাসের বেতন ১০ এপ্রিল দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বেতন না দেওয়ায় কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘটে যায় তারা।

কলকারখানা পরিদর্শন অধিদফতরের নরায়ণগঞ্জ অঞ্চলের উপ-মহাপরিদশক সৌমেন বড়ুয়া জানান, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা আমাদের কাছে এসেছিল। আমি চেষ্টা করছি, শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধান করার।

এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, শ্রমিকদের অযৌক্তিক আন্দোলনের কারণে প্যাপিলন পোশাক কারখানার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। কর্তৃপক্ষ সাব-কন্ট্রাকে কাজ করিয়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে আসছিল। কিন্তু কতিপয় শ্রমিক নেতার কারণে সমস্যা দেখা দিলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া