X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে ইট ভাটার বিষাক্ত ধোয়ায় পুড়ে গেছে কয়েকশ বিঘা জমির ফসল ও গাছপালা

পঞ্চগড় প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১২:০৫আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১২:০৫

ইটভাটার বিষাক্ত ধোয়ায় কুকরে যাচ্ছে গাছের পাতা

পঞ্চগড়ে একটি ইট ভাটার বিষাক্ত ধোয়ায় কয়েকশ’ বিঘা জমির ফসল পুড়ে গেছে। পুড়ে গেছে গাছপালাও। এতে প্রায় অর্ধ শতাধিক কৃষকের কোটি টাকা লোকসান হয়েছে। ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় পথে বসেছে এসব কৃষক। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী গ্রামের কে এস বি নামে একটি ইট ভাটার বিষাক্ত ধোয়ায় এ ঘটনা ঘটে। ভাটার বিষাক্ত ধোয়ায় ফসলের ক্ষেত ছাড়াও আম, কাঠাল ও জলপাই গাছসহ পুড়ে গেছে বাঁশ ঝাড়।

স্থানীয় কৃষকরা জানান, বোরো ধান, বাদাম ও ভুট্টাসহ অন্যান্য ক্ষেত ক্ষামার পুড়ে গেছে। ধোয়া বন্ধ হলেও বিষাক্ত রাসায়নিক বিক্রিয়ায় এখনও নতুন ফসলের ক্ষেতসহ গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, গত ১৯ তারিখ রাতে কেএসবি ভাটায় ইট তৈরির কার্যক্রম এ বছরের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছিল। বন্ধ করার সময় হঠাৎ ভাটার চিমনি দিয়ে বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত ধোয়া বের হতে থাকে। রাতে ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও সকালে কৃষকরা দেখতে পান তাদের ক্ষেত খামার এবং রাস্তায় লাগনো গাছপালার পাতা কুঁকড়ে যাচ্ছে। দুপুরের দিকে তারা লক্ষ্য করেন ফসলের ক্ষেতও পুড়ে যাচ্ছে। গাছপালার পাতা ও ফল ঝড়ে পড়ছে। এই বিষাক্ত ধোয়ায় শিমুল তলি, নয়নপাড়াসহ আশেপাশের কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নয়নপাড়া গ্রামের বাসন্তি রানী (৩৮) জানান, তার বাড়ির চারপাশের আম কাঁঠাল গাছের পাতা কুকড়ে গেছে। ফলগুলো ঝড়ে পড়েছে।

ফনিভূষণ চন্দ্র রায় (৫০) জানান, তার ২ বিঘা জমির ধান পুড়ে গেছে। জমি বন্ধক নিয়ে ২০ হাজার টাকা খরচ করে বোরে ধানের আবাদ করেছেন।

ধান ক্ষেত পুড়ে যাচ্ছে দেখে চিন্তিত কৃষক

তিনি আরও বলেন,‘আমি শ্রমিক। কষ্ট করে টাকা জমিয়ে এই জমিটুকু বন্ধক নিয়ে বোরো ধান করেছি। আমার পুঁজি শেষ। আমি পথে বসে যাবো।’ ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ দাবি করছেন।’

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ চলছে। এ পর্যন্ত ৪০ জন কৃষকের প্রায় দেড়শ’ বিঘা জমির ফসল নষ্ট হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাটা মালিকের সঙ্গে ক্ষতিপূরণের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।

ফসল নষ্ট হয়ে যাচ্ছে দেখে চিন্তিত কৃষক

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া চলছে কেএসবি ভাটা। বন্ধের সময় বিষাক্ত ধোয়া নির্গমন হতে পারে এ সমন্ধে কোন ধারনা নেই কর্তৃপক্ষের। ভাটার মালিক জুয়েল চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

কেএসবি ভাটার ম্যানেজার শামসুল হক জানান, তারা ২২ বছর ধরে ইট তৈরি করছেন। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এবারই প্রথম।

সংক্রামক রাসায়নিক এই গ্যাস যাতে অন্য ফসলের ক্ষতি করতে না পারে এ ব্যাপারে পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে পুড়ে যাওয়া ফসলে পানি এবং ছত্রাক নাশক ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 

দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল জানান, কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা করার পাশাপাশি যাতে আর ক্ষতি না হয় তার জন্য নানা পরামর্শ দিচ্ছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা