X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাস মালিকদের দ্বন্দ্বেই হত্যা করা হয় বিএনপি নেতা শাহীনকে

বগুড়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১২:২৮আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১২:৪১

  আসামি পায়েল ও রাসেল বগুড়া জেলার বাস মালিকদের দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে বিএনপি নেতা মাহবুব আলম শাহীনকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৫ দিনের রিমান্ডের চতুর্থদিন রবিবার (২১ এপ্রিল) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইন তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে এজাহারভুক্ত আসামি পায়েল শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানিয়েছে, এরা দু’জনই হত্যাকাণ্ডে জড়িত সবার নাম বরেছে। তবে তদন্ত কর্মকর্তা এখনই তা প্রকাশ করতে রাজি নন। মূলত বাস মালিকদের দ্বন্দ্বেই তাকে হত্যা করা হয়।

১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। ১৬ এপ্রিল বিকালে নিহতের স্ত্রী আকতারা জাহান শিল্পী সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। পুলিশ ১৭ এপ্রিল ভোরে শহরের নিশিন্দারার বাড়ি থেকে রাসেলকে গ্রেফতার ও হত্যার সময় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি থেকে পায়েল শেখকে গ্রেফতার করা হয়। ১৮ এপ্রিল বিকালে রাসেল ও পায়েলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাহ হুসাইনের আদালতে হাজির করা হয়। সেখানে পায়েল ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আর রাসেলকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, রিমান্ডের চতুর্থদিন রবিবার বিকালে রাসেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওয়াত আনা হবে।

শাহীন হত্যাকাণ্ডে জড়িতদের সন্দেহের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনাম স্বর্গ (২৫) ১৮ এপ্রিল সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে দাবি করছেন, বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ডের পরপরই পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজনকে আটক করেছে। স্বজনরা তাদের সন্ধান পাচ্ছেন না। তবে পুলিশ বলছে, তারা নতুন করে আর কাউকে গ্রেফতার করেনি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান