X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে আকিজ ফুড কারখানার শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৩:০২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:০২

আকিজ গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

ধামরাইয়ে মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে কারখানার কাজে যোগ দেয়। সোমবার সকালে ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকরা বেশ কিছু দিন ধরে তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৮০ টাকা করার দাবি জানিয়ে আসছিল। এছাড়াও বিভিন্ন সময় সরকারি ছুটিতে কারখানা বন্ধ রাখার দাবিসহ একাধিক দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। এদিকে সোমবার কারখানার ছুটি না দেওয়ায় শ্রমিকরা সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর সকাল সোয়া আটটার দিকে মালিক পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে কারখানার ভেতরে কাজে ফিরে যায়।

কারখানার এক্সিকিউটিব অফিসার হাবিবুল্লাহ বাহার বলেন,‘তাদের কারখানায় সিজনাল প্রোডাকশন হয়। এ করানেই বিভিন্ন সময়ে সরকারি ছুটি দেওয়া হয় না। এছাড়াও শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করলে মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় তারা কারখানার কাজে যোগ দেয়।’

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে তাদের বুঝিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বললে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। পরে তারা কারখানায় ফিরে গিয়ে কাজে যোগ দেয়। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তারা জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন