X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ, দিশেহারা কৃষক

নড়াইল প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৩:০৬আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:২২

ব্লাস্ট রোগে আক্রান্ত ধান ক্ষেত নড়াইলে  বোরো ধানের ক্ষেতে দেখা দিয়েছে নেক ব্লাস্ট রোগ। ফলে উঠতি ফসল পুড়ে নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরামর্শে বালাই নাশক প্রয়োগ করেও  কোনও প্রকার প্রতিকার পাচ্ছেন না কৃষকরা। তারপরও তারা ফসল রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বোরো ক্ষেতে নেক ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় মাঠের পর মাঠের ধানের পাতা পুড়ে যাচ্ছে।  পচন ধরছে গাছের গোড়ায়। কচি ধানের শীষও মরে যাচ্ছে।

নড়াইলের কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নড়াইলের সদর উপজেলায় ২১ হাজার ৫৩৫ হেক্টর, লোহাগড়া ৮ হাজার ১৭০ হেক্টর এবং কালিয়া উপজেলায়  ১৬ হাজার  ২৩৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। জেলায় এ বছর ১ লাখ  ৯৪ হাজার ৪৭৫ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ মৌসুমে বোরো চাষ করতে কৃষকরা বীজ রোপন থেকে শুরু করে

দু’সপ্তাহ আগে বোরো  ক্ষেতে কারেন্ট পোকা, ন্যাদা পোকা আক্রমণ শুরু করে। রাতারাতি পুড়ে যেতে শুরু করে ধানের পাতা। সম্প্রতি ধানের গোড়ায় পচন ধরে ধানের শীষ মরে যাচ্ছে। কোনও ক্ষেতে এ রোগ দেখা দিলে পাশের  ক্ষেতটিতেও  রোগটি ছড়িয়ে পড়ছে। হঠাৎ ফসলের এমন অবস্থা হওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার  বনগ্রাম, কোড়গ্রাম, মুলিয়া বাহিরগ্রাম, মুশুড়ীসহ বিভিন্ন স্থানে নেক ব্লাস্টে পুড়ে গেছে মাঠের পর মাঠ ধান ক্ষেত। 

কোড়গ্রামের  কৃষক মৃত্যুঞ্জয় বলেন, ‘১৫ দিন আগে হঠাৎ ধানের পাতা পুড়তে শুরু করে। এরপর গোড়ায় পচন ধরে মরতে থাকে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে বালাই নাশক প্রয়োগ করেও  কোনও প্রতিকার পাইনি। এ রোগ  দেখা  দেওয়ায় অধিকাংশ ধানের শীষ দানাশূন্য হয়ে পড়েছে।’

নড়াইলের  কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায় বলেন,গত মাসের শেষ দুই সপ্তাহের টানা বর্ষণে ধানগাছে  ছিটানো বালাই নাশক ধুয়ে গেছে। এ কারণেই ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তবে এ  রোগ  দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষি বিভাগের মাঠকর্মীসহ সংশ্লিষ্টরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষকের ফসল রক্ষার্থে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা