X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জায়ানের মৃত্যুতে সুনামগঞ্জে দাদাবাড়িতে শোকের ছায়া

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২২ এপ্রিল ২০১৯, ১৭:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:৩২

জায়ান চৌধুরী শ্রীলঙ্কায় বেড়ানো শেষে সাড়ে সাত বছর বয়সের ছোট্ট জায়ান চৌধুরীর দাদার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া জমিদার বাড়িতে বেড়ানোর কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কায় গতকালের বোমা হামলার ঘটনায় নিহত হওয়ায় তার আর যাওয়া হলো না। তার মারা যাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ভাটিপাড়াসহ পুরো দিরাই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে দাদা মতিনুল হক চৌধুরী গত রাতেই ঢাকায় চলে গেছেন। এদিকে গ্রামের বাড়িতে থাকা পরিবারের লোকজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

জায়ানের দাদার ভাই আবু নোমান চৌধুরী এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। তিনি বলেন, ‘জায়ানের মতো নিষ্পাপ শিশুরা যেন বোমা হামলায় মারা না যায়, আর কোনও মায়ের বুক যেন খালি না হয়। বাংলাদেশে যেন এমন ঘটনা না ঘটে। সরকারের কাছে এ দাবি জানাচ্ছি।’

জায়ানের পরিবার ঢাকার বনানীতে বসবাস করে। সে বনানীর একটি স্কুলে পড়ালেখা করতো। মশিউল আলম চৌধুরী প্রিন্স ও শেখ আমিনা সুলতানা চৌধুরী দম্পতির দুই ছেলে জায়ান চৌধুরী ও ছোট জোহান চৌধুরী। সম্প্রতি তারা শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। ওই হোটেলের নিচে প্রিন্স চৌধুরী ও ছেলে জায়ান চৌধুরী বোমা হামলার স্বীকার হন। হামলায় জায়ান চৌধুরী নিহত হন ও প্রিন্স চৌধুরী আহত হন। সম্পর্কে তারা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা ও নাতি।  

জায়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় প্রতিবেশী, স্বজন ও এলাকাবাসী জমিদার বাড়িতে শেষ খবর জানার জন্য ভিড় করছে। বাড়িতে থাকা স্বজন ও কেয়ারটার জানায়,  শ্রীলঙ্কা থেকে ফিরে এসে প্রিন্স চৌধুরী ও জায়ান চৌধুরীর স্বপরিবারে গ্রামের বাড়িতে আসার কথা ছিল। এজন্য নিহত জায়ান চৌধুরীর দাদা দুইশ’ বছরের পুরনো বাড়ির ছোটখাটো সংস্কার কাজ করাচ্ছিলেন। গত ১৫ ধরে বাড়ির সংস্কার কাজ করছে বিভিন্ন লোকজন। তাদের আগমনকে কেন্দ্র করে বাড়িতে নতুন আসবাবপত্র কিনে নিয়ে আসেন দাদা। এছাড়া বসতঘরের রং করার কাজও শেষ করেন তিনি।

জায়ান চৌধুরীর ফুফাতো বোন মারিয়া চৌধুরী বলেন, ‘জায়ান আমার ছোটভাই। সে খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। তাকে যারা নির্মমভাবে বোমা মেরে হত্যা করেছে তাদের বিচার চাই আমি।’

চাচা সাদায়েত বখত চৌধুরী বলেন, ‘জায়ান কখনও দাদার বাড়িতে আসেনি। শ্রীলঙ্কা থেকে ফিরে তাদের দাদার বাড়িতে আসার কথা ছিলো। কিন্তু বোমা হামলা নিহত জায়ান আর কোনওদিন দাদার বাড়িতে বেড়াতে আসবে না।’

ভাটিপাড়া গ্রামের শফিউর রহমান পিন্টু বলেন, ‘এলাকার বনেদি পরিবারের ছোট্ট শিশু জায়ান। তার মৃত্যুর খবর শোনার পর গ্রামের বাড়িতে খোঁজখবর জানার জন্য মানুষের ভিড় লেগে আছে।’

ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিমুল চৌধুরী বলেন, ‘জায়ান চৌধুরীর পরিবার এলাকায় অনেক দান-খয়রাত করেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন সমাজিক প্রতিষ্ঠান তাদের দান করা জায়গার ওপর গড়ে উঠেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জমিদারবাড়ির কেয়ারটেকার হোসেন আহমেদ বলেন শ্রীলঙ্কা থেকে ফিরে তাদের গ্রামের বাড়িতে আসার কথা ছিলো। কিন্তু মর্মান্তিক বোমা হামলায় নিহত জায়ান আর দাদার বাড়িতে আসতে পারেনি।’  

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় রবিবারের ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। সোমবার সকালে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা হতাহতের এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার রাতে ২০৭ জন নিহতের খবর দিয়েছিলো পুলিশ।

আরও পড়ুন: মঙ্গলবার দেশে আসছে শ্রীলঙ্কায় নিহত জায়ানের মরদেহ

 



/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি