X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানি কিশোরীকে ধর্ষণ মামলার আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ২০:০১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:৩০

গ্রেফতার  পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল আমিন টাঙ্গাইলের গোপালপুরের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোমেন, পিপিএম ও সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার এসএসপি প্রণব কুমার সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, আল আমিনের এক আত্মীয় চাকরির সুবাদে পাকিস্তানে থাকায় (২০ বছর আগে) এক পাকিস্তানি নারীকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে রয়েছে। ৫ মাস আগে ওই পাকিস্তানি নারী তার কিশোরী মেয়েকে নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তার ভাসুরের আত্মীয় আবুল হোসেনের ছেলে মো. আল আমিন (২০) ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ১৬ এপ্রিল আল আমিন ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে। এরপর নির্জন স্থানে নিয়ে তারা মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালায়। অপহৃত ওই কিশোরীকে পরদিন জামালপুরের সরিষাবাড়ীর মহিষাকান্দি থেকে উদ্ধার করা হয়। ভিকটিমের মা এ ঘটনায় বাদী হয়ে ১৭ এপ্রিল টাঙ্গাইলের গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব-১২ মামলাটির তদন্ত শুরু করে। অবশেষে কুড়িগ্রামের রাজিবপুরের পঞ্চনগর গ্রাম অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই