X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অনশন: ৫২ শিক্ষকের পদত্যাগের ঘোষণা

বরিশাল প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১৯:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৯:০৪

উপাচার্যের পদত্যাগের দাবিতে শির্ক্ষীরা আমরণ অনশন করছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের অপসারণের দাবিতে বৃহস্পতিবারও  দ্বিতীয় দিনের মতো (২৫ এপ্রিল) আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গত ২৪ ঘণ্টায় ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে বলে জানা যায়। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুধবার রাত থেকেই অনশনে যোগ দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

মঙ্গলবারও সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের পাশাপাশি উপাচার্যের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর আদায় করেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া বলেন,‘উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।’

অন্যদিকে উপাচার্যের পদত্যাগের দাবিকে আরও জোড়ালো করতে প্রক্টর ও প্রভোস্টসহ ৫২ শিক্ষক জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপাচার্যের অপসারণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বনি আমিন বলেন,‘এই উপাচার্য স্বৈরাচার। তার সঙ্গে আর কোনও কাজে অংশ নিতে চাই না। তাই শিক্ষার্থীদের আন্দোলনে সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।’

১ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন বলেন,‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উচিৎ দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।’

এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত উপাচার্যের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইলে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সদস্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বলেন,‘উপাচার্য আগামী ২৭ মে পর্যন্ত ছুটির আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তার ছুটির প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আবেদনটি অগ্রগামী করে রাস্ট্রপতির কাছে পাঠানো হবে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।’

উল্লেখ্য ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর জন্য প্রতিবাদ করায় উপাচার্য শিক্ষার্থীদের কটুক্তি করেন। এর প্রতিবাদ ও তা প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন শুরু করেন। এ আন্দোলনের সঙ্গে একাত্মত্তা প্রকাশ করেছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন উপাচার্য।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা