X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ছেলের বিরুদ্ধে মা ও নানীকে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ০৮:০৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:৩৭

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

মহেশপুরের নওদাগা গ্রামে ইমরান হোসেন নামের এক মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা মর্জিনা বেগম (৫০) ও নানি শামসুন্নাহার (৭০) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে পৌরসভার নওদা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন একই বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামসের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম নিহতের খবর নিশ্চিত করে জানান, ভারসাম্যহীন যুবক ইমরান হোসেন (২৮) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পেয়েছি। ইমরান পৌর এলাকার নওদা গ্রামের এনায়েত হোসেনের ছেলে।
নিহতদের প্রতিবেশী মশিয়ার রহমান জানান, রাত দুইটার দিকে তারা খবর পান ইমরানদের বাসায় গণ্ডগোল হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসার গ্রিলে তালা দেওয়া। ভেতরের দরজা খোলা এবং ঘরের চালের টালি সরানো।

স্থানীয়রা দেখতে পান, মেঝেতে রক্তাক্ত অবস্থায় মর্জিনা এবং তার মা শামছুন নাহার বিছানায় পড়ে রয়েছেন। পরে ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত মর্জিনার চাচাতো ভাই কুদরত আলী বলেন, রাত ৩টার দিকে খবর পাই, আমার ভাগ্নে ইমরান তার মা মর্জিনা বেগম ও নানি শামছুন নাহারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তারা বেঁচে আছেন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাশেদুল আলম জানান, ১৯৯৯ সালে ইমরানের বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। গত ৪ মাস আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়। বিভিন্ন সময় বেশ কয়েকজন ডাক্তার তার চিকিৎসা করেছেন। ইমরান ওষুধ খেতে চাইতো না। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তার বাকবিতণ্ডা হতো। গেল রাতেও সে তার মা ও নানীর সঙ্গে ঝগড়া করে এবং এক পর্যায়ে তাদের কুপিয়ে আহত করে। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছে।

ওসি আরও জানান, বাড়িতে ইমরান, তার মা ও নানী বাস করতেন। তার মা মহেশপুর গালর্স স্কুলের ল্যাব অ্যাসিস্টেন্ট হিসেবে চাকরি করতেন।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ইমরান মাদকাসক্ত ছিল। টাকার জন্য সে প্রায়ই তার মাকে মারধর করতো। রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান।

/এসএসএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা