X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অস্ত্র আইনের মামলায় সাবেক ৬০ সেনা সদস্য কারাগারে

রংপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ১০:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:১৯

আদালতে আসামিদের কয়েকজন রংপুরে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ৬০ সেনা সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে রংপুরের জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। জেলা ডিসি অফিসের অফিস সহকারী সামসুলের মাধ্যমে ‘ভুয়া’ অস্ত্রের লাইসেন্স নিয়ে অস্ত্র ক্রয় করার ঘটনায় এই সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রংপুরের অতিরিক্ত পিপি শাহ মো. নয়ন নুর রহমান টফি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রংপুরের ডিসি অফিসের অফিস সহকারী সামসুল আলম জালিয়াতির মাধ্যমে ‘ভুয়া’ অস্ত্রের লাইসেন্স তৈরি করে দেওয়ার নামে শত কোটি টাকা হাতিয়ে নেয়। লাইসেন্স গ্রহণকারীরা জন প্রতি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে লাইসেন্স গ্রহণ করে অস্ত্র ক্রয় করেন। বিষয়টি জানাজানি হলে অফিস সহকারী সামসুল আলমকে পুলিশ গ্রেফতার করে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই মামুনুর রশীদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলায় আড়াইশ ব্যক্তিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোখতারুল আলম। আসামিদের বেশির ভাগই সাবেক সেনা সদস্য। এদের মধ্যে ৬০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ৬০ সাবেক সেনা সদস্য হলেন— আনোয়ারুল ইসলাম, আমিরুল ইসলাম, পিন্টু চন্দ্র, মহিউদ্দিন, আবুল কালাম, আলাউদ্দিন, আলম মিয়া, হায়াতুল্লা, একেএম আইনুর রহমান, মোবারক আলী, শাহিন শিকদার, আবুল বাশার, ওমর ফারুখ, শহিদুল ইসলাম, আবু সাইদ, রাশেদুল ইসলাম, শহিদুল কাদের, মোস্তফা, মামুনুর রশীদ, আবু সালেহ, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজিম উদ্দিন, আবুল কাফেত, জুয়েল রহমান, আবু জাহেম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আবু সায়েম, মেজবাহ উদ্দিন, আব্দুল কাফি, সাইদুর রহমান, মমিন উদ্দিন, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, শাহাজাহান, মাহবুবার রহমান, ইসমাইল হোসেন, রতন সরকার, বছির উদ্দিন, মাহবুব হোসেন, রফিকুল হোসেন, হাকিম মিয়া, জুলহাস আলম, হাসান, নোমান উদ্দিন, হাফিজুর রহমান, নাজিক হোসেন, আকরাম হোসেন, হারুন রশীদ, আবুল কালাম আজাদ, আব্দুল বারী, আব্দুল হান্নান, মন্টু মিয়া, শফিকুল ইসলাম, ইউসুফ উদ্দিন, শহিদ, রফিকুল , শাহিন ও মহিউদ্দিন।

সরকার পক্ষের আইনজীবী পিপি নয়ন নুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এরপর তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। বিচারকের কাছে জামিনের আবেদন করা হলে, তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার জানিয়েছেন, চার্জশিট দাখিল হওয়ার পর, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে আসামিরা। আমাদের আশা ছিল, তারা জামিন পাবেন, কিন্তু পেলেন না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া