X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

সুনামগঞ্জ ও হবিগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১০:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১০:২৬

সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারসহ ১০টি রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের চার চাকার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভোর ৬টা থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা নির্ধারিত গন্তব্যে যেতে পারছেন না। শিক্ষার্থীরা পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। অন্যদিকে যানবাহন চলাচল না করায় কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে ওয়েজখালী পর্যন্ত সীমিত আকারে কিছু ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন বলেন, সাত দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট যাকা হবে। সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
সদর থানার এসআই প্রদীপ চক্রবর্তী বলেন, ‘পরিবহন শ্রমিকরা সাত দফা দাবির আদায়ের জন্য কর্মবিরতি পালন করছে। বাস টার্মিনালের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে। দূরপাল্লার কোনও বাস টার্মিনাল ছেড়ে যায়নি। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বাসচাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মৌলভীবাজার থানায় দায়ের করা মামলার আইনের ধারা পরিবর্তনসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো।

এদিকে আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, প্রশাসনের হয়রানি বন্ধসহ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন কর্মবিরতি চলবে। সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
সকালে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে গিয়ে দেখা যায় যানবাহন চলাচল না করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীই বিকল্প পথে যাতায়াতের চেষ্টা করছে।
সিলেটগামী আব্দুল হাই নামে এক যাত্রী বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাসস্ট্যান্ডে এসে জানতে পারি ধর্মঘট চলছে। যে কারণে আমাদের ভোগান্তি একটু বেশি।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, ‘সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জের সব সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে।’ সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
তিনি আরও বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনের ধর্মঘট চলবে। আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতের আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া