ফেনীর ছাগলনাইয়ায় দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাদ্দাম (২৪) ও রবিউলের (২৫) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। এই ঘটনায় মঙ্গলবার সকাল ১১টায় ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জয়তী পালের আদালতে ১২২ ধারায় জবাববন্দি দিয়েছে ভিকটিম।
গ্রেফতাররা হলো- পৌরসভার উত্তর মটুয়া গ্রামের সাদ্দাম ও রবিউল।
ছাগলনাইয়া থানার ওসি এম.এম মুর্শেদ পিপিএম বলেন, কুমিল্লা জেলার বাসিন্দা দুই কিশোরী ফেনীতে স্বপরিবারে ভাড়া বাসায় বসবাস করে। পারিবারিক মনোমালিন্যের জেরে রবিবার রাত ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে ফেনী থেকে ছাগলনাইয়ায় চলে যায় তারা। সেখানে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে নামার পর তাদের আত্মীয়ের বাসায় পৌঁছে দিবে বলে সিএনজি অটোরিকশায় তুলে ওই দুই যুবক । পরে বিভিন্ন পথ ঘুরিয়ে রাত ১০টার দিকে ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যায়। সেখানে কিশোরীদেরকে ধর্ষণের চেষ্টা করে তারা । এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীদের উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার করে।
এ ঘটনায় সোমবার রাত এক কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে । গ্রেফতারদের এই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।