‘বনের পাখি থাকুক বনে-নিরাপদে’ এই স্লোগানে পাহাড়ের পাখি রক্ষায় রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক ছবি প্রদর্শনী। দুই তরুণ আলোকচিত্রী সমির মল্লিক ও সবুজ চাকমার তোলা পাহাড়ের বিপন্ন কয়েক প্রজাতির পাখিসহ ৪০টিরও বেশি পাখি এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে। পাহাড়ের হারিয়ে যাওয়া পাখি রক্ষা এবং পাখি শিকার বন্ধে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় রাঙামাটি শহরের ‘গরবা রেস্টুরন্ট এন্ড আর্ট গ্যালারি’তে এ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি বিষয়ক তরুণ লেখক মোকারম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ বিশ্বাস।
প্রদর্শনীতে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন জনপদ থেকে তোলা নানা রকমের পাখির ছবি তুলে ধরা হয়। দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হবে শনিবার রাত ৮টায়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বন ধ্বংস ও শিকারিদের উৎখাতে হারিয়ে যাচ্ছে পাখিদের সংসার। ইতোমধ্যেই অনেক পাখি হারিয়ে গেছে। পাহাড়ের এই পাখি প্রদর্শনীর মাধ্যমে পাখির প্রতি সচেতনতা তৈরি হবে।
ছবি প্রদর্শনী প্রসঙ্গে আলোকচিত্রী সমীর মল্লিক জানান, ‘সবুজ বনানী ও উপত্যকা ঘেরা অনিন্দ্য সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। নানা প্রজাতির পশু পাখির নিশ্চিন্ত আবাসভূমি ছিল পাহাড়। দিগন্তব্যাপী পাহাড়ের ভাঁজগুলো ও উচ্ছ্বসিত হতো পাখিদের কলতানে। সবুজ অরণ্য ছিল পাখিদের অভয়ারণ্য। আজ শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে পাখিদের সংসার। পাহাড় উজাড় করে বিরানভূমি গড়ে উঠছে। ইতোমধ্যে বিলুপ্তির পথে বেশ কয়েক প্রজাতির পাখি। পার্বত্য চট্টগ্রাম হোক পাখির নিশ্চিন্ত আশ্রয় এমন চিন্তাভাবনা থেকেই আমাদের এই আয়োজন।’