X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বহিষ্কৃত শিবির নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১৩:৫৮আপডেট : ০৪ মে ২০১৯, ১৪:১২

ভাঙচুর করা বাড়ি-ঘর চাঁদা না পেয়ে ঘর-বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে বহিষ্কৃত শিবির নেতা নুর মোহাম্মদ জাবেদ বাহিনীর বিরুদ্ধে। নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার দক্ষিণ কাদরা গ্রামে শুক্রবার (৩ মে) এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে। তারা হলেন, লিটন (২০) ও রিয়াদ (২১)।

স্থানীয়রা জানান, কাদরা গ্রামের প্রবাসী গোলাম মাওলা বাবুলের স্ত্রী হালিমা খাতুনের কাছে স্থানীয় কাদরা হামিদিয়া মাদ্রাসা শাখা ছাত্রশিবির সাবেক বহিষ্কৃত নেতা নুর মোহাম্মদ জাবেদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার তার বাহিনীর ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে হালিমা খাতুন (৩৬), মেয়ে মীম (১৭) ও মিলি (১৪) কে আহত করে। এসময় সন্ত্রাসীরা তাদের ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার,নগদ দেড় লাখ টাকা, একটি ফ্রিজসহ মূল্যবান বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলেজাবেদসহ তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ লিটন ও রিয়াদকে আটক করে।

স্থানীয়রা আরও জানায়, জাবেদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার ভয়ে কেউ কথা বলার সাহস পায় না।

এ বিষয়ে প্রবাসী গোলাম মাওলা বাবুলের স্ত্রী হালিমা খাতুন বলেন, ‘জাবেদ সম্পর্কে আমার ভাগিনা হয়। আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে গোলাম মাওলা বাবুলের ভাইদের মাধ্যে মধ্যে বিরোধ চলছে। সে মীমাংসা করে দেবে বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা তা দিতে অপারগতা প্রকাশ করায়,সে হুমকি প্রদান করে বলে ছাত্রলীগ সম্পর্কে জানা আছেতো?না হয় বাড়ি থেকে উচ্ছেদ করে দিবো। প্রসাশন আমাদের হাতে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত নূর মোহাম্মদ জাবেদকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

সেনবাগ থানা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান বলেন,‘জাবেদ সম্পর্কে আমি অবগত নয়। তবে আমি খবর নিয়ে দেখছিযদি কেউ আমাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা,অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা