X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

দিনাজপুর প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১৮:১৯আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২৫

বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘মুষ্ঠিবদ্ধ চেতনার মধ্যদিয়ে আমাদের সৃষ্টি। সেই মুষ্ঠি খুলে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে, এদের চিহ্নিত করতে হবে। যারা বিভক্তির রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, তাদের রুখে দিতে হবে। তাহলেই তৈরি হবে আমাদের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা। স্বামী বিবেকানন্দের দর্শনে এমন শিক্ষার কথা বলা হয়েছে।’

শনিবার (৪ মে) সকাল ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বামী বিবেকানন্দের বাণী যদি আমরা মানি, তবে তা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে। যারা আমাদের সমাজে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সব ধর্মই বলে, মানবতার উপরে কোনও ধর্ম নেই। নিজেদের শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনও বিকল্প নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। জঙ্গিদের কোনও ধর্ম নেই। তারা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হিসেবে স্বামী বিবেকানন্দকে জানতে হবে।’

অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমেয়াত্ননন্দ মহারাজের সভাপতিত্বে সম্মেলনে স্বামী বিবেকানন্দের দর্শনের উপর আলোচনা করেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
মেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতামেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির