X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৭:৪৪আপডেট : ১০ মে ২০১৯, ১৭:৪৪

রিয়াজ উদ্দিন সেপাই (মাঝে) ঢাকার কেরানীগঞ্জে রিয়াজ উদ্দিন সেপাই (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজমের বারিধারা ইউনিট। বৃহস্পতিবার (৯ মে) গ্রেফতারের পর,শুক্রবার (১০ মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পূর্ব চড়াইল ক্লাবরোড এলাকা থেকে হিজবুত তাহরীরের এই সদস্যকে গ্রেফতার করা হয়। ওই রাতেই এন্টি টেরোরিজমের বারিধারা ইউনিটের পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন সেপাই ও তার দুই সহযোগী শহিদ ও রাজুসহ চার-পাঁচ জন দীর্ঘদিন ধরে গোলাম বাজার এলাকায় সরকার, রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও খিলাফত প্রতিষ্ঠার বিষয়ে লিফলেট বিতরণ করে আসছিল। এন্টি টেরোরিজম ইউনিট গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার পূর্বচড়াইল এলাকায় ক্লাবরোডে অভিযান চালায়। এ সময় হিযবুত তাহরীর সক্রিয় সদস্য রিয়াজ উদ্দিন সেপাইকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তবে টেরোরিজম ইউনিটের উপস্থিতি টের পেয়ে শহিদ ও রাজুসহ বাকিরা পালিয়ে যায়। রিয়াজ উদ্দিন সেপাইয়ের কাছ থেকে বিপুল পরিমাণ সরকার ও রাজনৈতিক দল বিরোধী লিফলেট, একটি ল্যাপটপ, দু’টি মোবাইলে সেট ও দুটি চাকু উদ্ধার করা হয়।

মামলা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার রিয়াজ উদ্দিন সেপাইয়ের বাবা মৃত আলাউদ্দিন। বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার কাওলা জমিদার বাড়ি গ্রামে। সে মডেল থানার পূর্ব চড়াইল ক্লাবরোডে হাজী আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থাকতো।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রিয়াজ উদ্দিন সেপাইকে ১০ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের পরিচয় জেনে তাদেরও গ্রেফতার করা হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’