X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ মে ২০১৯, ১২:৫২আপডেট : ১২ মে ২০১৯, ১২:৫৯

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর তীরের মাছ ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আবারও  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুরে চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (১০ মে) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর তীরে চান্দার খাল নামক স্থানে একটি অবৈধ মাছ ঘাট সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি আ.লীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদারের দখলে ছিল। সম্প্রতি উপজেলা নির্বাচনে আলতাফ হোসেন হাওলাদার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে স্থানীয় ওসমান খাঁনকে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করেন উপজেলা আ.লীগ। এ ঘটনায় ওসমান খান ও আলতাফ হোসেনের অনুসারীদের মধ্যে কয়েক দফা মারামারি হয়। এর জের ধরে গত শুক্রবার দুপুরে ওসমান খানের লোকজন আলতাফ হোসেনের অবৈধ মাছের আড়ত দখল করতে যান। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনার পর থেকেই আলতাফ হোসেন হাওলাদারের অনুসারীরা শনিবার সকালে খাসেরহাট বাজার এলাকায় ওসমান খানের  লোকজনের বাড়ি ও স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয় হামলা করে ভাঙচুর চালিয়ে নারীসহ ১২ জনকে আহত করে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার দাবি করেন, ‘উপজেলা নির্বাচন থেকেই তারা এলাকায় একের পর এক হামলা- ভাঙচুর চালিয়ে আমার সর্মথকদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে। গত দুইদিনের হামলাও তারা নিজেরাই করে আমার ওপর দোষ চাপাচ্ছে।’   

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ‘ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে আদালতে ও থানায় একাধিক মামলা রয়েছে। আবার কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়