X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিরামপুরে আম বাগানে গাঁজা চাষ, ৮৮টি গাছসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১০:০৬আপডেট : ১৪ মে ২০১৯, ১০:৫৯

আম বাগার থেকে ছোট বড় ৮৮টি গাজার গাছ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর আম বাগানে গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই বাগান থেকে ৮৮টি গাজার গাছ ও ২শ’ কেজি গাঁজা জব্দ করেছে।

বিরামপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ওরফে টিটুর ইজারা নেওয়া জমি থেকে এসব গাছ ও গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাগানের কেয়ার টেকার মংলু কাশেমকে (৫০)আটক করেছে। আটক মংলু কাশেম নবাবগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের লোকা গ্রামের মৃত. হবিবর রহমানের ছেলে।  সোমবার বিকেলে বিরামপুর পৌর শহরের মিরপুর এলাকা থেকে এসব গাছ ও গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান,বিরামপুর পৌর এলাকার মিরপুরে একটি আমবাগানে গাঁজা চাষ হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ ওই বাগানের ৮৮টি ছোট, বড় ও মাঝারি সাইজের গাঁজার গাছ তুলে ফেলে এবং সেগুলো জব্দ করে। এসব গাছের বয়স ১৫ দিন থেকে এক বছরের মধ্যে। পর্যায়ক্রমে এসব গাছ রোপণ করা হয়েছে। এ সময় বাগানের কেয়ার টেকার মংলুকে আটক করা হয়। আটক  মংলু পুলিশকে জানিয়েছে, গত ৬ মাস ধরে সে বাগানে কর্মরত আছে। এই বাগানের মালিক আনোয়ার হোসেন ওরফে টিটু। পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন টিটু উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও শহরের টিটু মেটালের সত্বাধিকারী। তিনি ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের বাবা। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বাগানটি আফাজ উদ্দিন নামে এক ব্যক্তির। তবে দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন ওরফে টিটু বাগানটি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছেন। বাগান থেকে ৮৮টি ছোট, বড় ও মাঝারি সাইজের গাঁজার গাছ জব্দ করা হয়েছে ও ২শ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়