X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ব্যবসায়ীদের বাধায় ভেজালবিরোধী অভিযান পণ্ড

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৮:০০আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:৩১

বরিশালে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম বিঘ্নিত বরিশাল নগরীর বাংলাবাজারে অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের বাধার মুখে ভেজালবিরোধী অভিযান বন্ধ করতে বাধ্য হয় ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ঘেরাও করলে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা ওই এলাকা ত্যাগ করেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক দোকানের মালিক ও কর্মীদের ওপর এএসআই আজমল চড়াও হন ও গালিগালাজ করেন। এরপরই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বাজারের দোকানপাট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ঘেরাও করে রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও অন্য সহযোগীরা বাংলাবাজার এলাকা ত্যাগ করেন।

বাজার কমিটির সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সালাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সদস্যের সঙ্গে ব্যবসায়ীদের ঝামেলার বিষয়টি নিরসন করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যে যার দোকানে ফিরে গেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনার সমাধান হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা