X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তোফা-তহুরার জন্য ‘সুখের নীড়’

গাইবান্ধা প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৯:৫৭আপডেট : ১৪ মে ২০১৯, ২১:১৩

তোফা-তহুরার জন্য নির্মিত ঘর সুখের নীড় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের জমজ শিশু তোফা-তহুরা নতুন পাকা ঘর পেল। কোমরের নিচে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া শিশু দুটির জন্য ‘সুখের নীড়’ নামে একটি পাকা ঘর করে দিয়েছে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া গ্রামে বাবা সাজু মিয়ার বাড়িতে নির্মিত  এ ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তোফা-তহুরার জন্য ‘সুখের নীড়’ নামে আলাদা পাকা ঘর পেয়ে খুশি স্বজনরা। মা শাহিদা বেগম বলেন, ‘বর্তমানে দুই মেয়েই সুস্থ্ আছে। দুজনেই একসঙ্গে হেসে-খেলে বড় হচ্ছে। তবে মাঝে মাঝে তহুরা অসুস্থ্ হয়ে পড়ে। ঠিকভাবে খায় না, পেশাব-পায়খানারও সমস্যা হয়। জন্মের পর থেকে সব সময় চিকিৎসক, সরকার ও প্রশাসন তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। অভাবের সংসারে স্বামী সাজু মিয়া ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সহায়তায় সেখানে চাকরি করছেন। কিন্তু মাসিক ছয় হাজার টাকা পেলেও তা দিয়ে সংসার ঠিকভাবে চলে না।’ তিনি সাজু মিয়ার স্থায়ী একটা ভালো চাকরির দাবি জানান।

উদ্বোধনের পর তোফা-তহুরার সঙ্গে জেলা প্রশাসক এ উপলক্ষে তোফা-তহুরার বাবা সাজু মিয়ার বাড়ির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন– জেলা প্রশাসক আবদুল মতিন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এটিএম মকবুল হোসেন প্রামাণিক, ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম প্রমুখ। এছাড়া রাজনৈতিক নেতাকর্মী, সুধীমহল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন ফিতা কেটে শিশু তোফা-তহুরার ঘরের উদ্বোধন করেন। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর কোমরের নিচে জোড়া লাগানো অবস্থায় নানা বাড়িতে জন্ম নেয় তোফা-তহুরা। পরে ৭ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয় তাদের। এরপর ১৬ অক্টোবর তোফা-তহুরার প্রথম অস্ত্রপাচার করা হয়। ২০১৭ সালের ১ আগস্ট সফল অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করেন ঢামেকের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ১০ সেপ্টেম্বর ঢামেক থেকে নানা শহিদুল ইসলামের বাড়ি সুন্দরগঞ্জের কাশদহ গ্রামে ফিরে আসে তোফা-তহুরা। এ পর্যন্ত চিকিৎসার জন্য তাদের কয়েকবার স্থানীয় হাসপাতাল ছাড়াও ঢামেকে নেওয়া হয়েছিল। পূর্ণ সুস্থ্তার জন্য তাদের দরকার আরও দুই ধাপ অপারেশন। তহুরা এখনও ভুগছে মূত্র জটিলতায়। তোহা-তহুরার পরিবার চাওয়া, তাদের পাশে সবাই থাকুক।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া