X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভূমধ্যসাগরে নৌকাডুবি: উৎকণ্ঠায় শরীয়তপুরের ৮ পরিবার

শরীয়তপুর প্রতিনিধি
১৪ মে ২০১৯, ২৩:২৮আপডেট : ১৪ মে ২০১৯, ২৩:৩৮

শোকে মুহ্যমান পারভেজের পরিবার ‘চিন্তা কইরো না, দোয়া কইরো। কালকে ট্রলার ছাড়বো, আমি পৌঁছাইয়া তোমারে ফোন দিমু।’ মা পারভিন আক্তারের সঙ্গে বলা এই কথাই ছিল ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ পারভেজের শেষ কথা। গত বৃহস্পতিবার (১১ মে) সর্বশেষ কথা হয়েছিল মা-ছেলের। পারভেজের মতো শরীয়তপুরের আরও আট-নয় যুবক এখনও নিখোঁজ রয়েছেন। চরম উৎকণ্ঠার দিন কাটাছে এই নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যদের।

মঙ্গলবার (১৪ মে) সরেজমিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে পারভেজ মৃধার বাড়িতে দেখা যায়, ছেলের সঙ্গে বলা সর্বশেষ কথার অডিও রেকর্ড শুনতে শুনতে বিলাপ করছেন পারভেজের মা পারভিন আক্তার। পারভেজের দরিদ্র পিতা কৃষক মোকছেদ আলী অদূরে নির্বাক হয়ে বসে রয়েছেন। বাড়িভর্তি লোকজন থাকলেও সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারও।

স্থানীয়ভাবে জানা যায়, এক বছর আগে জনপ্রতি পাঁচ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে লিবিয়া যায় নড়িয়ার চাকধ এলাকার পারভেজসহ আরও আট-নয় যুবক। সেখান থেকে নদীপথে ইতালি যাওয়ার জন্য অন্য দালালের মাধ্যমে দুই লাখ সত্তর হাজার টাকা করে চুক্তি হয়। সে অনুযায়ী শুক্রবার  সাগর পাড়ি দেওয়ার সময় তাদের বহনকারী ছোট্ট নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় শরীয়তপুরের নয়জন নিখোঁজ হলেও পরে শুধুমাত্র পারভেজ মৃধা ও কামরুন আহমেদ মারুফ নিখোঁজ বলে জানা যায়।

নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী শরীয়তপুরের নড়িয়ার শিশির মকদমের ভাষ্য অনুযায়ী, শরীয়তপুরের আরও ছয় যুবক বেঁচে আছে বলে রেডক্রিসেন্ট  জানিয়েছে। তবে বিষয়টি সরকারিভাবে নিশ্চিত না করায় চরম উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার। এই ছয়জন হচ্ছেন– নড়িয়ার পাটদল গ্রামের হাসেম মোল্লার ছেলে সুমন মোল্লা (২৬), দক্ষিণ চাকধ গ্রামের গৌতম দাসের ছেলে উত্তম দাস (২৩), হারুন হাওলাদারের ছেলে জুম্মন হাওলাদার (২০), নয়াকান্দি গ্রামের রাজীব (২২), তার ফুপাতো ভাই রনি (২৪) এবং পারভেজ। নিখোঁজদের মধ্য কামরুন আহমেদ মারুফ এবং বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে পারভেজের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উত্তম দাসের পরিবারের সদস্যদের আহাজারি উত্তমদাসের বাবা গৌতম দাস বলেন, ‘আমার ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে, আমরা কিছুই জানি না। তারা যদি উদ্ধার হয়েই থাকে, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে না কেন? সরকারের কেউ এসে নিশ্চিত করে কিছু বলছে না কেন?’

পারভেজ মৃধার বাবা মোর্শেদ মৃধা বলেন, ‘আমি কৃষিকাজ করে সংসার চালাই। ছোট ছেলেটা পড়ালেখা করে। সংসারের আয় বাড়াতে বড় ছেলে পারভেজ বিদেশ যেতে চাইলে কৃষিজমি বিক্রি করে গত রোজার সময় তাকে লিবিয়া পাঠাই। সেখান থেকে ইতালি যাওয়ার কথা ছিল। কিন্তু ছেলেটা সাগরে হারিয়ে গেল।’ 

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকায় শরীয়তপুরের আট-দশজন যাত্রী ছিল। তাদের নাম-ঠিকানা যতটুকু পাওয়া গেছে, সে অনুযায়ী খোঁজ নেওয়া হচ্ছে। তবে সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়ে সঠিক তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি।’



/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে