X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে আমিন জুট মিলে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মে ২০১৯, ০৪:২০আপডেট : ১৫ মে ২০১৯, ০৪:২২

পাটকল শ্রমিকদের কর্মবিরতি বকেয়া বেতন পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে পাটকল শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতিতে মঙ্গলবার (১৪ মে) সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত পাটকল আমিন জুট মিলে। এর আগে একই দাবিতে সোমবার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আমিন জুট মিলের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘১১ সপ্তাহ ধরে আমরা বেতন ভাতা পাচ্ছি না। এখন পর্যন্ত কোনও মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে আমরা এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।’ মোহাম্মদ মোস্তফা বলেন, ‘১১ ও ১২ মে দুই দিন আমরা রাজপথে মিছিল ও সমাবেশ করেছি। বিজেএমসি এবং বস্ত্র ও পাটমন্ত্রী বরাবর চিঠিও পাঠিয়েছি। তারা আমাদের বেতন ভাতার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।’
আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন, চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি হাসান মারুফ রুমী, চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন,আমিন জুট মিল সিবিএ দফতর সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকালে শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?