X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যা: তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৯:২০আপডেট : ১৫ মে ২০১৯, ১৯:২৮

খাগড়াছড়ি খাগড়াছড়ির ভাইবোনছড়ার বড়পাড়া গ্রামে সংঘবদ্ধ ধর্ষণের পর ত্রিপুরা কিশোরীকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতার তিনজন। বুধবার (১৫ মে) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে গ্রেফতারকৃতদের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে, বুধবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ধনিতা ত্রিপুরার মা স্বরলেখা ত্রিপুরা বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, ‘ধনিতা ত্রিপুরা হত্যা মামলায় গ্রেফতারকৃত কমল ত্রিপুরা, রুমেল ত্রিপুরা ও কিরণ ত্রিপুরা আদালতে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

প্রসঙ্গত, গত ১৪ মে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে নিজের বাড়ি থেকে ধনিতা ত্রিপুরার (১৭) লাশ উদ্ধার করা হয়। বড়পাড়া গ্রামের কার্বারি বিনয় ত্রিপুরা জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে আটককৃত তিন যুবক সোমবার রাতে ধনিতা ত্রিপুরার বাড়িতে যায়। এ সময় মেয়ের বাবা মা কেউ বাড়িতে ছিল না। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধনিতার কোনও সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে বিছানার ওপর ধনিতার লাশ দেখতে পায়। স্থানীয়রা ওই তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন- খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!