X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সড়কে চাঁদাবাজি, পুলিশ সদস্যকে লাঞ্ছিত করলেন কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০১৯, ২০:২৪আপডেট : ১৫ মে ২০১৯, ২০:৫০




চাঁদা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুবি শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন এক পুলিশ সদস্য মহাসড়কে মালবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ মে) কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডস্থ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৩টা ১০ মিনিটের সময় বিশ্ববিদ্যালয়ের বাস (কুমিল্লা-স ১১-০০১১) কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছায়। এসময় বাসটির ড্রাইভার মোবাইলে মালবাহী ট্রাক থেকে এক পুলিশ সদস্যের চাঁদাবাজির ঘটনার ভিডিও ধারণ করেন। এ ঘটনায় ওই পুলিশ সদস্য ড্রাইভারের মোবাইল ছিনিয়ে নেন।

পরে বাসে থাকা শিক্ষার্থীরা নেমে আসলে ওই পুলিশ সদস্য নিজের হাতে থাকা অস্ত্র শিক্ষার্থীদের দিকে তাক করে সরে যেতে বলেন। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফেরত নেন। পরে অপর এক পুলিশ সদস্য মো. কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ওই বাসের শিক্ষার্থী শাহরিয়ার নোবেল বলেন, ‘বাসে বসে ছিলাম। হঠাৎ হট্টগোল শুনে নিচে নেমে জানতে পারি অভিযুক্ত পুলিশ সদস্য নাকি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা এক ট্রাক থেকে চাঁদা নিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় বাসের ড্রাইভার ওই ঘটনা ভিডিও করলে পুলিশ সদস্য তার মোবাইলটি ছিনিয়ে নেন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন ও মোবাইলফোন উদ্ধার করেন।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘কারও মোবাইল কেড়ে নেওয়া গুরুতর অপরাধ। আমাদের কোনও পুলিশ সদস্য সেটা করে থাকলে আপনারা থানায় এসে অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেবো।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘আমি বিষয়টি শুনেছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনারাবৃত্তি যাতে না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’