X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্ত্রী নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

বগুড়া প্রতিনিধি
১৭ মে ২০১৯, ১১:৪০আপডেট : ১৭ মে ২০১৯, ১২:৪৯




বন্ধুর ছুরিকাঘাতে নিহত বাদল বগুড়ার সান্তাহারে দুই বন্ধু পরস্পরের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে এক বন্ধুর ছুরিকাঘাতে অন্য বন্ধু নিহত হয়েছেন। আদমদীঘি উপজেলার সান্তাহারের পশ্চিম লোকো কলোনি এলাকায়  এ ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সান্তাহারের পশ্চিম লোকো কলোনি এলাকার শহিদুল ইসলামের ছেলে বাদল ও পার্শ্ববর্তী নওগাঁ সদরের কালিতলার আফতাব আলীর ছেলে রেজাউল করিম প্রায় দু’বছর আগে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলায় বগুড়া জেলে ছিলেন। তখন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। জামিনে ছাড়া পাওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট থাকে। তারা একে অন্যের বাড়িতে যাতায়াত করতেন।

এক পর্যায়ে বাদলের সঙ্গে রেজাউলের স্ত্রী ফাতেমা বেগমের এবং রেজাউলের সঙ্গে বাদলের স্ত্রী নার্গিসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  তারা দু’জনই দুই সন্তানের মা। রেজাউল এক বছর আগে বাদলের স্ত্রী নার্গিসকে নিয়ে পালিয়ে যান এবং বিয়ে করেন। অন্যদিকে বাদল ছয় মাস আগে রেজাউলের সন্তান সম্ভবা স্ত্রী ফাতেমাকে নিয়ে পালিয়ে যান।

তবে বাদলের দ্বিতীয় স্ত্রী ফাতেমা গোপনে তার প্রথম স্বামী রেজাউলের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। গত বুধবার (১৫ মে) দুপুরে রেজাউল তার সন্তানকে দেখতে বাদলের বাড়িতে যান। এতে বাদল ক্ষুব্ধ হন এবং রেজাউলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে রেজাউল তার বন্ধু বাদলকে হুমকি দিয়ে চলে যান। রাত ৮টার দিকে রেজাউল ফের বাদলের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

বাদলের বাবা শহিদুল ইসলাম জানান, প্রথমে বাদলকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১২টার দিকে শজিমেকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ফেরিওয়ালা বাদল ও রেজাউল দু’জনই মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। বাদলের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাদলের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে রেজাউলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়