X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কোটি টাকার বাগানে ভরা মৌসুমেও নেই একটি লিচু!

গাজীপুর প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৫:২৮আপডেট : ১৮ মে ২০১৯, ১৬:৫৭

তিন মাস আগে তোলা শিলাবৃষ্টিতে বিধ্বস্ত গাজীপুরের লিচুবাগানের ছবি

গাজীপুরের শ্রীপুরে কোটি টাকার লিচুবাগানগুলোতে ভরা মৌসুমে একটি লিচুও নেই। চলতি বছরের শুরুর দিকে প্রবল শিলাবৃষ্টিতে অন্য গাছের সঙ্গে লিচুগাছের মুকুলসহ পাতাও ঝরে গেছে। অনেক গাছ আবার গোড়া থেকে উপড়ে গেছে।

হাজার হাজার মানুষ এবার লিচু নির্ভর জীবিকা নির্বাহ থেকে বঞ্চিত হয়েছেন। লিচুর মুকুল পরিপক্ব হওয়ার শুরুতেই শিলাবৃষ্টিতে গাজীপুরের শ্রীপুরের বাগান মালিকরা এমন ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে শ্রীপুর পৌরসভা ও তেলিহাটী ইউনিয়নের বাগান মালিকরা এমন ক্ষতির মুখোমুখি হয়েছেন সবচেয়ে বেশি।

একই গ্রামের আলমাছ উদ্দিন বলেন, ‘তিনি প্রতিবছর কমপক্ষে ১২ লাখ টাকায় লিচুবাগান বিক্রি করেন। মৌসুমের শুরুতে আকস্মিক শিলাবৃষ্টিতে তার লিচু বাগানের একটি পাতাও নেই। অনেক গাছ গোড়া থেকে উপড়ে গেছে।’

শিলাবৃষ্টিতে বিধ্বস্ত লিচুবাগান

তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের নাসির উদ্দিন জর্জ বলেন, ‘এলাকার সব বাগান মালিকের একই অবস্থা। শ্রীপুরের বিভিন্ন এলাকার বাগান মালিকরা লিচু বিক্রি করে বছরে অনেক টাকা আয় করেন। এছাড়া স্বজন ও প্রতিবেশীদের মাঝে লিচু বিলিয়ে এ মৌসুমে এলাকাবাসী মিলে উৎসব করে। কিন্তু এবার প্রত্যেকটি বাগান মালিককে কাঁদতে হয়েছে।’

শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের এমদাদুল হক আকন্দ বলেন, ‘প্রতিবছর আমি এক-দেড় লাখ টাকায় লিচুবাগান বিক্রি করি। এবার ফেব্রুয়ারি মাসের শুরুতে লিচুবাগানে মুকুল দেখা দিয়েছিল ঠিকই, কিন্তু আকস্মিক শিলাবর্ষণে সব গাছের পাতা ঝরে গেছে। এর সঙ্গে লিচুগাছগুলোও পাতাবিহীন ন্যাড়া হয়ে গেছে।’

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার লিচু ব্যবসায়ী সাখাওয়াত ফকির বলেন, ‘প্রতিবছর লিচুর মৌসুমে মুকুল আসার পর ব্যবসায়ীরা একত্রে শ্রীপুরে এসে প্রায় কোটি টাকার বাগান কিনে রাখেন। এবার যথাসময় এসে ফিরে গেছেন। যে বাগানগুলোতে কোটি কোটি টাকার লিচু উৎপাদন হতো সেগুলো এবার লিচু শূন্য।’

কেওয়া গ্রামের লিচুবাগান মালিক রাশেদুল ইসলাম আকন্দ সবুজ বলেন, ‘যারা লাখ লাখ টাকার লিচু বিক্রি করতেন এবার তারা নিজেরাই লিচু কিনে খাচ্ছেন। আমার বাগানে ওষুধ স্প্রে করার কয়েকদিন পরই শিলাবৃষ্টিতে মুকুলসহ লিচু গাছের পাতা পর্যন্ত ঝরে গেছে। এখন কোনও গাছে একটি লিচুও নেই।’  

শিলাবৃষ্টিতে লিচুগাছের মুকুল ও পাতা ঝরে গেছে

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে শ্রীপুর উপজেলায় লক্ষ্যমাত্রার অর্ধেকের নিচে লিচুর ফলন হয়েছে। তবে বাগান মালিকদের দেওয়া তথ্যমতে ৩০-৪০ শতাংশ। শ্রীপুরে ছোট বড় লিচুবাগানের সংখ্যা প্রায় তিনশ’। এ অঞ্চলে ৭২৫ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান জানান, লিচুগাছে কেবল মুকুল পরিপক্ব হচ্ছিল ঠিক সে সময় শিলাবৃষ্টি হয়ে সব পড়ে গেছে। শ্রীপুরে উৎপাদিত লিচু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হতো। এ অঞ্চলের লিচুর স্বাদ ও গন্ধ আলাদা। এবার শিলাবৃষ্টির কারণে বাগান মালিকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী