X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাটকল শ্রমিকদের ৬ ঘণ্টার অবরোধ বুধবার থেকে

খুলনা প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১৭:০৩আপডেট : ১৯ মে ২০১৯, ১৭:০৩

 

খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বুধবার (২২ মে) থেকে বৃহত্তর পরিমণ্ডলে আন্দোলন শুরু করবে। তারা কর্মবিরতি অব্যহত রাখার পাশাপাশি বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। চলমান ৩ ঘণ্টার অবরোধ মঙ্গলবার পর্যন্ত চলবে।

পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্যপরিষদ যুগ্ম সম্পাদক ও প্লাটিনাম সিবিএ সভাপতি মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এবং পাটকল শ্রমিক লীগ নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্রিসেন্ট ইউনিয়ন অফিসে এ বৈঠকটি হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট সিবিএ সভাপতি মো. মুরাদ হোসেন।

উল্লেখ্য, গত শনিবার বিকালে খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন নতুন রাস্তা মোড়ে শ্রমিকদের অবরোধ চলাকালে উপস্থিত হন এবং শ্রমিকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন এবং কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। এর ভিত্তিতে পাটকল শ্রমীকলীগ, সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ রবিবার বৈঠক আহবান করে।

এদিকে রবিবার কর্মবিরতির ১৪তম দিন ভোর ৬টায় শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে কর্মসূচি পালন করছে। এরপর বিকাল ৪টায় বিক্ষাভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটর খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিয়ে ৩ ঘণ্টার অবরোধ পালন করে।

উল্লেখ্য, পাটখাত প্রয়াজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশাধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, সব মিল সটআপের অনুকূল শ্রমিক-কর্মচারীদের শূন্য পদের বিপরীতে নিয়োগ ও স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে শ্রমিকরা ১৩ মার্চ থেকে আন্দোলন চালিয়ে আসছে। গত ৭ এপ্রিল বিজেএমসি থেকে ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া মজুরি ও বেতন প্রদান ও ১৮ মের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর শ্রমিকরা অবরোধ ও কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেয়। ২৫ এপ্রিল এসে এক সপ্তাহ সময় নেন শ্রম প্রতিমন্ত্রী। এরপর ২ মে মজুরি না দেওয়ায় ৫ মে থেকে মিলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করে। ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকের ঘোষণা অনুযায়ী ১৩ মে থেকে সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে এ কর্মসূচি একযোগে শুরু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে