X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার রাশেবের জামিন নামঞ্জুর

ফেনী প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৩:২৪আপডেট : ২০ মে ২০১৯, ২০:৪৫

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ঢাকা ব্যাংক ফেনী শাখায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা গোলাম সাঈদ রাশেবের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ সাঈদ আহম্মদের আদালতে রাশেব আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। দুদকের পিপি শরফুদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে গত বুধবার (১৫ মে) তার ১০ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উল্যাহ।
দুদকের পিপি শরফুদ্দিন মানিক জানান, অর্থ আত্মসাতের ঘটনায় দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের ৬টি অ্যাকাউন্ট বেরিয়ে আসে। এসব অ্যাকাউন্টে তল্লাশি চালিয়ে রাশেবের ভাই হোসাইন মোহাম্মদ কাউছারের দুটি অ্যাকাউন্টে যথাক্রমে ১ কোটি ৫ লাখ ও ১ কোটি ৬০ লাখ, বোন হাজী বদরুজাহান ইয়াসমিনের দুটি অ্যাকাউন্টে ৭০ লাখ, সামছুজাহান আইরিনের দুটি অ্যাকাউন্টে যথাক্রমে ৩০ লাখ ও ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া যায়।
টাকা আত্মসাতের ঘটনায় ১৯ মার্চ ব্যাংকটির ফেনী শাখার সাবেক ব্যবস্থাপক মো.আকতার হোসাইন সরকার অভিযুক্ত রাশেব ও ক্যাশিয়ার আবদুস সামাদকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। রাশেব বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে অন্তত ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। ৩ এপ্রিল রাজধানীর পুরানা পল্টনে স্কাউট ভবনের সামনে থেকে রাশেবকে গ্রেফতার করে দুদক। জিজ্ঞাসাবাদে আদালতে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসাইন অভিযুক্ত রাশেবের ভাই-বোনের ৬টি অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জব্দের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশেবের ভাই-বোনের ৬টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি টাকা জমা রয়েছে। ধারণা করা হচ্ছে, অ্যাকাউন্টগুলো ভাই-বোনের ভুয়া স্বাক্ষর দিয়ে রাশেবই চালাতো।

/জেবি/এমওএফ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়